138
পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় বড় রদবদল করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রথম বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এ বার থেকে জিএসটির দুটি হার কার্যকর হবে— ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। দীর্ঘদিন ধরে চলা ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার বাতিল করা হয়েছে। তবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যগুলিকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়। নতুন হার কার্যকর হবে আগামী ২২ সেপ্টেম্বর থেকে।
কিসের দাম কমল?
- দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটি— সম্পূর্ণ জিএসটি মুক্ত।
- মাখন, ঘি, তেল, কনডেন্সড মিল্ক, চিজ এবং অন্যান্য দুগ্ধজাত পণ্যে জিএসটি ১২% থেকে কমে ৫%।
- বাদাম, খেজুর, আনারস, আম, পেয়ারা, অ্যাভোকাডো সহ নানা ফলেও কমেছে কর।
- পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত মাংস-মাছ, চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি এবং বিভিন্ন সব্জির জিএসটি কমে ৫%।
- জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, সরষে, ভুজিয়া, ২০ লিটারের পানীয় জলেও একই সুবিধা।
- মধু, চকোলেট, কেক, পেস্ট্রি, আইসক্রিম, স্যুপের মতো খাবারে জিএসটি ১৮% থেকে নেমে ৫%।
- স্বাস্থ্যবিমা ও জীবনবিমায় জিএসটি সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।
- বিড়ির দামও কমছে— পাতায় ১৮% থেকে ৫%, আর বিড়ির জিএসটি ২৮% থেকে কমে ১৮%।
- সার শিল্পেও স্বস্তি, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার কর ৫%।
- টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি-র নীচে বাইকে ১৮% জিএসটি— দাম কমবে।
কিসের দাম বাড়ল?
- বিলাসবহুল গাড়ি, রেসিং কার, প্রাইভেট জেট ও বড় মোটরসাইকেলে ৪০% জিএসটি।
- পান মশলা, অতিরিক্ত চিনি মিশ্রিত পানীয় ও কার্বনযুক্ত সফট ড্রিঙ্কসেও ৪০% কর।
- সিগারেট, চুরুট, তামাকজাত পণ্যেও একই হারে কর।
- কয়লার জিএসটি ৫% থেকে বেড়ে হল ১৮%।
অর্থমন্ত্রীর বক্তব্য, “সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর চাপ কমানোই এই সংস্কারের মূল উদ্দেশ্য। তবে বিলাসবহুল ও স্বাস্থ্যহানিকর পণ্যে বেশি কর আরোপ করে রাজস্ব বাড়ানো হবে।”