প্রথম পাতা খবর দেশের ৪৭% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা! বিজেপির ৪০ শতাংশ

দেশের ৪৭% মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা! বিজেপির ৪০ শতাংশ

91 views
A+A-
Reset

দেশজুড়ে দুর্নীতি দমন ও রাজনৈতিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে, দেশের প্রায় অর্ধেক মন্ত্রীই ফৌজদারি মামলার আসামি।

রিপোর্ট অনুযায়ী, ২৭টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০২ জন মন্ত্রীর মধ্যে ৪৭% মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, এদের অনেকের বিরুদ্ধে খুন, অপহরণ, যৌন অত্যাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এই তথ্য সামনে এল এমন সময়, যখন কেন্দ্র সরকার দুর্নীতি দমনে তিনটি নতুন বিল পেশ করেছে। সেই বিলে প্রস্তাব রাখা হয়েছে—কোনও প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি ৩০ দিনের বেশি জেলবন্দি থাকেন, তবে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

দলভিত্তিক পরিসংখ্যান

  • বিজেপি: ৩৩৬ জন মন্ত্রীর মধ্যে ১৩৬ জনের বিরুদ্ধে মামলা। শতাংশের হিসেবে প্রায় ৪০%। এর মধ্যে গুরুতর অভিযোগ রয়েছে ২৬% মন্ত্রীর বিরুদ্ধে।
  • কংগ্রেস: চার রাজ্যে ক্ষমতায় থাকা এই দলের ৪৫ জন মন্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ডিএমকে: ৩১ মন্ত্রীর মধ্যে ২৭ জনের বিরুদ্ধেই মামলা
  • তৃণমূল কংগ্রেস: ৪০ মন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে মামলা
  • তেলুগু দেশম পার্টি: চমকপ্রদ পরিসংখ্যান—২৩ জন মন্ত্রীর মধ্যে ২২ জনের বিরুদ্ধেই মামলা, অর্থাৎ ৯৬%!
  • আম আদমি পার্টি: ১৬ জন মন্ত্রীর মধ্যে ১১ জনের বিরুদ্ধে মামলা ঝুলে আছে।

কেন্দ্রীয় মন্ত্রীরা

এডিআর রিপোর্টে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদেরও প্রায় ৪০% এর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।

তবে হরিয়ানা, জম্মু-কাশ্মীর, নাগাল্যান্ড এবং উত্তরাখণ্ডের কোনও মন্ত্রীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করেছে এডিআর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.