চলতি এশিয়া কাপে চিনের খেলা দেখে অনেকেই ভেবেছিলেন ভারতের বিরুদ্ধে কড়া লড়াই হবে। কিন্তু রাজগীরে শনিবার সেই লড়াই একপেশে করে দিলেন হরমনপ্রীত সিংহেরা। সেমিফাইনালে চিনকে ৭-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠে গেল ভারত। রবিবার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে তারা গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার।
খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় প্রথম গোল করে ভারত। বৃত্তের ভেতর থেকে বল সঠিকভাবে ক্লিয়ার করতে পারেনি চিন। সুযোগ কাজে লাগান শিলানন্দ লাকরা। কাছ থেকে তাঁর জোরালো শটেই গোল। তিন মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীতের শট আটকে দেয় চিন, কিন্তু বল ক্লিয়ার করতে ব্যর্থ হয়। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলেন দিলপ্রীত সিংহ, যিনি সহজেই গোল করেন। প্রথম কোয়ার্টারে আর গোল হয়নি।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও ভারতের আধিপত্য। পেনাল্টি কর্নার থেকে প্রথমে হরমনপ্রীতের শট রুখে দেয় চিনের গোলকিপার। বিবেক প্রসাদের শটও বাঁচান তিনি। তবে ফের বল ক্লিয়ার করতে না পারার খেসারত দেয় চিন। গোল করেন মনদীপ সিংহ।
মাঝমাঠ থেকে বাঁ দিকে পাস দেন শিলানন্দ। দিলপ্রীত বল পেয়ে কাটিয়ে দেন চিনের গোলকিপারকে। গোলের সামনে দাঁড়ানো রাজকুমার পাল অনায়াসে বল জালে জড়ান। মিনিট দুই পরেই গোল করেন সুখজিৎ সিংহ। দিলপ্রীতের পাস পেয়ে ঘিরে থাকা ডিফেন্ডারদের পাশ কাটিয়ে গোল করেন তিনি।
চতুর্থ কোয়ার্টারেও থামেনি ভারতের আক্রমণ। ৪৬ মিনিটে ষষ্ঠ গোল করেন অভিষেক। সুখজিৎ দারুণ কায়দায় চিনের রক্ষণ ভেঙে তাঁকে পাস দেন। মিনিট খানেক পর আবার গোল করেন অভিষেক।
তৃতীয় কোয়ার্টার শেষে ভারত কার্যত জয় নিশ্চিত করে ফেলেছিল। তবে কোচ ক্রেগ ফুলটনের দল আক্রমণ থামায়নি। শেষ পর্যন্ত চিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল ভারত।