প্রথম পাতা খবর এসএসসি নবম-দশম নিয়োগ পরীক্ষা শুরু, ভিন্‌রাজ্য থেকেও হাজারো পরীক্ষার্থী

এসএসসি নবম-দশম নিয়োগ পরীক্ষা শুরু, ভিন্‌রাজ্য থেকেও হাজারো পরীক্ষার্থী

118 views
A+A-
Reset

রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হল রবিবার। নির্দিষ্ট সময়েই কলকাতাসহ রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন। তাঁদের মধ্যে ভিন্‌রাজ্যের পরীক্ষার্থী প্রায় ৩১ হাজার, যা মোট সংখ্যার প্রায় ১০ শতাংশ।

২০১৬ সালের এসএসসি পরীক্ষায় দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় সেই নিয়োগ বাতিল হয়েছিল। চাকরি হারাতে হয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীকে। পরে সুপ্রিম কোর্টের নির্দেশেই এই পরীক্ষা নতুন করে আয়োজন করা হয়েছে। প্রায় ৮ বছর ৯ মাস পরে কমিশনের মাধ্যমে ফের নবম-দশম স্তরে শিক্ষক নিয়োগ হচ্ছে।

এই পরীক্ষা নিয়েও কম বিতর্ক হয়নি। চাকরি হারানো দাগি প্রার্থীরা ফের অংশ নেওয়ার দাবি করেছিলেন আদালতে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, “এক জন দাগিও এই নতুন নিয়োগে বসতে পারবেন না।” সেই নির্দেশ মেনেই গত ৩০ সেপ্টেম্বর এসএসসি ১,৮০৬ জন দাগি প্রার্থীর নাম প্রকাশ করে।

এদিন পরীক্ষা দিতে আসা বহু পরীক্ষার্থীর আশা—অতীতের বিতর্ক সরিয়ে এবার নিয়োগ প্রক্রিয়া হবে একেবারেই স্বচ্ছ ও নিরপেক্ষ। শিক্ষা মহলের মতে, এ পরীক্ষা সফল হলে শিক্ষক নিয়োগে নতুন আস্থা ফিরে আসবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.