প্রথম পাতা খবর দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, অক্টোবরেই হতে পারে প্রক্রিয়া, বাংলাতেও প্রস্তুতি

দেশজুড়ে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, অক্টোবরেই হতে পারে প্রক্রিয়া, বাংলাতেও প্রস্তুতি

74 views
A+A-
Reset

বিহারের পর এবার দেশজুড়েই শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা Special Intensive Revision (SIR)। বুধবার সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জানিয়েছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যকে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে। কমিশনের সূত্র বলছে, অক্টোবরের যে কোনও দিন থেকে দেশজুড়ে SIR প্রক্রিয়া শুরু হতে পারে।

ইতিমধ্যেই বিহারে SIR-এর কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে, সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে কমিশনের বৈঠকে সব রাজ্যের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। আলোচনায় উঠে এসেছে নথি যাচাইয়ের বিষয়ও।

বিহারের ক্ষেত্রে শুরুতে ১১টি নথিকে ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য গ্রহণ করা হয়েছিল। পরে নির্বাচন কমিশনের নির্দেশে আধার কার্ডকেও প্রামাণ্য নথি হিসাবে সংযুক্ত করা হয়েছে। তবে সুপ্রিম কোর্ট এবং কমিশন দু’পক্ষই স্পষ্ট জানিয়েছে— আধার শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। অর্থাৎ, শুধু আধার থাকলেই ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সারা দেশে SIR শুরু হলে সেই সময় কোন কোন নথি চাওয়া হবে এবং কী কী শর্ত আরোপ করা হবে, সেটাই এখন দেখার বিষয়।

বাংলাতেও যদি অক্টোবর মাসে SIR শুরু হয়, তবে ২০০২ সালের ভোটার তালিকাকে প্রামাণ্য ধরা হতে পারে। অর্থাৎ ২০০২ সালের পরে যাঁদের নাম ভোটার তালিকায় উঠেছে, তাঁদের অতিরিক্ত নথি দেখাতে হতে পারে। যাঁদের অভিভাবকের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে, তাঁদের জন্য আলাদা নথির প্রয়োজন হবে না। তবে অভিভাবকের নাম না থাকলে তাঁদের নথিও জমা দিতে হতে পারে।

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনওভাবেই বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যদি এমন ‘অপচেষ্টা’ হয়, তবে রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করবে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.