প্রথম পাতা খেলা ৩২ বছর পর ইউরোপের মাটিতে ডেভিস কাপে ভারতীয় টেনিস দলের ঐতিহাসিক জয়

৩২ বছর পর ইউরোপের মাটিতে ডেভিস কাপে ভারতীয় টেনিস দলের ঐতিহাসিক জয়

80 views
A+A-
Reset

ভারতীয় টেনিস দলের ঝুলিতে এল এক ঐতিহাসিক জয়। দীর্ঘ ৩২ বছর পর ইউরোপের মাটিতে কোনও ইউরোপীয় দেশকে হারাল ভারত। ডেভিস কাপে ভারতের এই সাফল্যে ফের একবার উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ক্রীড়া মহলে।

এর আগে শেষবার ১৯৯৩ সালে লিয়েন্ডার পেজ ও রমেশ কৃষ্ণণদের নেতৃত্বে ভারত অ্যাওয়ে ম্যাচে ফ্রান্সকে হারিয়েছিল ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে। যদিও সাম্প্রতিক সময়ে ভারতীয় দল ২০২২ সালে ডেনমার্ককে পরাজিত করেছিল, কিন্তু সেই জয় এসেছিল দেশের মাটিতে। ফলে এ বারকার জয়কে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ক্রীড়াজগত।

জয়ের পর দলের মুখ্য খেলোয়াড় নাগাল বলেন, “দীর্ঘদিন পর আমরা ইউরোপের মাটিতে জয়ী হলাম। এই টাইয়ের জন্য আমরা কঠিন পরিশ্রম করেছি। জয় পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।”

উল্লেখযোগ্যভাবে, ডেভিস কাপ কোয়ালিফায়ারের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ২০২৬ সালের জানুয়ারিতে। তার আগে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে তুলল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.