দেশ থেকে বর্ষার বিদায় প্রক্রিয়া জোর কদমে এগোচ্ছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পাঞ্জাব, গুজরাত ও রাজস্থানের আরও কিছু জায়গা থেকে শিগগিরই বর্ষা বিদায় নেবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও সেই সময় আসেনি। আবহাওয়াবিদদের মতে, এ রাজ্য থেকে বর্ষা বিদায় নিতে এখনও বেশ দেরি আছে।
পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক দিন ১০-১১ অক্টোবর। এবারের দুর্গাপুজোর বিজয়া দশমী পড়েছে ২ অক্টোবর, আর লক্ষ্মীপুজো ৬ অক্টোবর। তাই পুজোর সময় বর্ষার বিদায় হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
ফলে মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে রাজ্যজুড়ে। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা। দক্ষিণবঙ্গেও পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবাহ বেড়ে যাওয়ার পাশাপাশি মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর-পূর্ব বাংলাদেশের ঘূর্ণাবর্ত বিহারে সরে যাওয়ার কারণে এই বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘায় প্রায় ২০০ মিমি এবং আলিপুরদুয়ারের একটি চা-বাগানে ২৮০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।