প্রথম পাতা খবর পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের হাতে, কেন্দ্রকে টেক্কা দিল মমতা সরকার

পুজোর আগেই বেতন রাজ্য সরকারি কর্মীদের হাতে, কেন্দ্রকে টেক্কা দিল মমতা সরকার

82 views
A+A-
Reset

দুর্গাপুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় কর্মীদের আগাম বেতনের সিদ্ধান্তকে কার্যত টেক্কা দিয়ে একধাপ এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মঙ্গলবার অর্থদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বরেই।

শুধু বেতন নয়, বিজ্ঞপ্তি অনুসারে একই দিনে গ্র‌্যান্ট-ইন-এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড এবং অনারারিয়ামও দেওয়া হবে। তবে পেনশনভোগীরা এই সুবিধা পাচ্ছেন না। তাঁদের বকেয়া পেনশন মিলবে আগের মতোই, ১ অক্টোবর।

এবার দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে ২৬ সেপ্টেম্বর থেকে এবং চলবে ৭ অক্টোবর পর্যন্ত। তাই পুজোর আগে কর্মীদের হাতে বেতন পৌঁছে দিতে আগাম এই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এতে উৎসবের মরশুমে কিছুটা হলেও স্বস্তি মিলবে সরকারি কর্মীদের।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসের জয় বাংলা, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ অক্টোবর থেকেই ডিবিটি মারফৎ পাঠানো হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্ট প্রশাসকদের ট্রেজারিতে বিল ও অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ দিয়েছে অর্থদপ্তর।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারও ভোটমুখী বাংলায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার ঘোষণা করেছিল। তাঁরা পাবেন সেপ্টেম্বর মাসের বেতন ২৬ তারিখে। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তবে এবার রাজ্য কর্মীরা কেন্দ্রীয় কর্মীদের আগেই হাতে বেতন পাচ্ছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.