দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবারের সুপার ফোর ম্যাচে ভারত শেষ পর্যন্ত ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় তুলে নিল পাকিস্তানের বিরুদ্ধে। যদিও ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল রেকর্ড গড়ে ১০ উইকেটে সহজেই জিতে যাবে সূর্যকুমারের ভারত, কিন্তু মাঝপথে টানা তিন উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হয়। তবে শেষ পর্যন্ত তিলক বর্মা এবং হার্দিক পাণ্ড্যের শান্ত ব্যাটে চিন্তা উধাও হয় ভারতীয় সমর্থকদের কপাল থেকে।
পাকিস্তানের ইনিংস
টসে জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুটা কিছুটা ধীর হলেও দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহান (৪৫ বলে ৫৮) এবং সইম আয়ুব (১৭ বলে ২১) রান তোলেন। তবে ফারহান আউট হওয়ার পর রান তোলার গতি কিছুটা ধাক্কা খায়। শেষ দিকে অধিনায়ক সলমন আগা (১৩ বলে ১৭*) ও ফাহিম আসরফের (৮ বলে ২০*) ঝোড়ো ইনিংস পাকিস্তানের রান পৌঁছে দেয় ৫ উইকেটে ১৭১-এ। ভারতের পক্ষে শিবম দুবে ২ উইকেট নেন।
ভারতের ইনিংস
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার অভিষেক শর্মা (৩৯ বলে ৭৪) এবং শুভমন গিল (২৮ বলে ৪৭) ঝড় তুললেন। প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ১০৫। মনে হচ্ছিল ভারত হয়তো একেবারেই একতরফা ভাবে ম্যাচ জিতে নেবে। কিন্তু ফাহিম আসরফ গিলকে বোল্ড করার পরপরই হরিস রাউফ সূর্যকুমারকে শূন্য রানে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি আউট হন অভিষেকও। একসময় ভারতের স্কোর ৩ উইকেটে ১২৩, তখনও ৫০ রান দরকার।
চাপ আরও বাড়ে যখন সঞ্জু স্যামসন মাত্র ১৩ রানে ফিরে যান। কিন্তু তিলক বর্মা (১৯ বলে ৩০*) এবং হার্দিক পাণ্ড্য (৭ বলে ৭*) জুটি শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।
ম্যাচের সেরা
অভিষেক শর্মা তাঁর ঝোড়ো ইনিংসের জন্য স্বাভাবিক ভাবেই পান প্লেয়ার অফ দ্য ম্যাচ।
ফলাফল: ভারত ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ী।
পাকিস্তান: ১৭১/৫ (২০ ওভার)
ভারত: ১৭৪/৪ (১৮.৫ ওভার)