প্রথম পাতা খেলা সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

14 views
A+A-
Reset

ফুটবলপ্রেমীদের জন্য আসছে চূড়ান্ত রোমাঞ্চ। ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে সুপার কাপ, চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় মোহনবাগান ও ইস্টবেঙ্গল পড়েছে একই গ্রুপে। ফলে গ্রুপ পর্বেই আয়োজিত হবে মর্যাদার ডার্বি। প্রাথমিক সূচি অনুযায়ী ৩১ অক্টোবর সবুজ-মেরুন মুখোমুখি হতে চলেছে লাল-হলুদের।

গ্রুপ এ-তে দুই প্রধানের পাশাপাশি রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। মোহনবাগান খেলবে ২৫, ২৮ এবং ৩১ অক্টোবর। এই সূচিই ডার্বির সম্ভাবনা আরও জোরদার করছে।

এবারের সুপার কাপে মোট ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষে থাকা দল সেমিফাইনালে উঠবে। গ্রুপ বি-তে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড এবং ইন্টার কাশি। গ্রুপ সি-তে বেঙ্গালুরু এফসি, মহামেডান, পাঞ্জাব এফসি এবং গোকুলাম কেরালা। গ্রুপ ডি-তে মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড।

ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে মাসখানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছিলেন, আইএসএল শুরুর আগেই সুপার কাপ আয়োজন করা হবে। সেই মতো দিনক্ষণ ঘোষণা হয়েছিল। বৃহস্পতিবার ড্রয়ের মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। ২৫ অক্টোবর গোয়ায় উদ্বোধন হবে এবারের সুপার কাপের। যদিও এখনও সম্পূর্ণ সূচি ঘোষণা হয়নি।

ক্লাবগুলিকে প্রাথমিক সূচি ও ফরম্যাট পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন শুধু অপেক্ষা, গ্রুপ পর্বেই কে হাসবে শেষ হাসি—ডার্বির লড়াইয়ে মোহনবাগান না ইস্টবেঙ্গল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.