প্রথম পাতা খবর মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা

15 views
A+A-
Reset

কলকাতার ভয়াবহ জলমগ্ন পরিস্থিতিতে একের পর এক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুতে শোকস্তব্ধ শহর। মঙ্গলবার রাতের সেই দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। বৃহস্পতিবার সংস্থা CESC জানিয়েছে, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। ঘটনার পর থেকে মুখ্যমন্ত্রী বারার দাবি জানিয়ে আসছিলেন ক্ষতিপূরণের। অবশেষে সেই দাবি মানল সিইএসসি।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বিনীত সিক্কা এক বিবৃতিতে বলেন, “আমাদের শহরে এমন এক নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এবং মানবিক কারণে, প্রতিটি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাঁদের দুঃখে শামিল, যদিও এই ক্ষতি অপূরণীয়।”

এর আগে রাজ্য সরকার মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবার থেকে একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল।

মঙ্গলবারের জলমগ্ন কলকাতায় আলাদা আলাদা জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় আট জনের। এর মধ্যে দু’জন মারা যান ল্যাম্পপোস্ট ছুঁয়ে, একজন বিদ্যুৎ সংযোগ থাকা ট্র্যাফিক কিয়স্কে হাত দেওয়ায়। আরও পাঁচ জন তাঁদের নিজেদের বাড়ি ও কর্মস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারান। বুধবার জল নামার পর বালিগঞ্জে আরও এক দেহ উদ্ধার হয়।

শহর জুড়ে এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়েছে। আবহাওয়ার দুর্যোগ ও বিদ্যুৎ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.