প্রথম পাতা খবর বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

15 views
A+A-
Reset

দুর্গাপুজো শুরু হতেই রাজ্য সরকারের তরফে প্রকাশিত হল এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার বিশ্ব বাংলা শারদ সম্মান – ২০২৫। শনিবার, পঞ্চমীর সন্ধ্যায় ঘোষিত হল এই তালিকা। এ বছর সেরা পুজো, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব পুজো—মোট সাতটি বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার। এছাড়া রয়েছে বিশেষ সম্মাননা, যা পেয়েছে ২৬টি পুজো কমিটি।

কলকাতার বড়ো ছোটো অসংখ্য পুজোই এ বছর কোনো না কোনো বিভাগে সম্মান অর্জন করেছে।

 বিশেষ কিছু বিজয়ী

  • সেরা পুজো: বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়, শ্রীভূমি স্পোর্টিং, বডিগার্ড লাইনস, ত্রিধারা অকালবোধন-সহ মোট ২৬টি পুজো কমিটি।
  • সেরা সাবেকি পুজো: বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালি ক্লাব, কলেজ স্কোয়ার-সহ মোট ১২টি পুজো।
  • সেরা মণ্ডপ: কালীঘাট মিলন সংঘ, দমদম পার্ক তরুণ সংঘ, বাবুবাগান, নাকতলা উদয়ন সংঘ, দেশপ্রিয় পার্ক-সহ মোট ১৩টি পুজো।
  • সেরা প্রতিমা: খিদিরপুর ৭৪ পল্লী, তেলেঙ্গাবাগান, বেহালা ক্লাব, ইয়ুথ অ্যাসোসিয়েশন (মহম্মদ আলি পার্ক), দক্ষিণ কলকাতা সর্বজনীন-সহ ৭টি পুজো।
  • সেরা ভাবনা: রামমোহন সম্মিলনী, বোসপুকুর শীতলা মন্দির, চালতাবাগান, চেতলা আলাপী, দমদম পার্ক ভারতচক্র-সহ মোট ১৭টি পুজো।
  • সেরা পরিবেশবান্ধব পুজো: এন্টালির ১৪ পল্লী উদয়ন সংঘ, ডায়মন্ড পার্ক বেহালা, টালা বারোয়ারি, যোধপুর পার্ক, এফডি ব্লক সল্টলেক-সহ মোট ১৪টি পুজো।

এছাড়া, বিশেষ পুরস্কার পেয়েছে বালিগঞ্জ ২১ পল্লী, ভবানীপুর ৭০ পল্লী, বাটাম ক্লাব, লালাবাগান নবাঙ্কুর সংঘ, ৬৮ পল্লী, ৬৪ পল্লী, গোলমাঠ, খিদিরপুর পল্লী শারদীয়া, ভবানীপুর মুক্তদল-সহ মোট ২৬টি পুজো।

সেরা অ্যালবাম

এই বছর ‘দুর্গাঙ্গন’ নির্বাচিত হয়েছে সেরা অ্যালবাম হিসেবে।

বিশ্ব বাংলা শারদ সম্মানের ঘোষণায় পুজোর আনন্দে নতুন মাত্রা যোগ করল রাজ্য সরকার। সম্মান প্রাপ্তি বাড়তি উত্সাহ যোগাচ্ছে পুজো কমিটি থেকে শুরু করে দর্শনার্থী—সবার কাছেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.