প্রতিজ্ঞা ভাঙলেন না সূর্যকুমার যাদবরা। ফের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তানকে মাঠে হারালেও, মাঠের বাইরে এক অদ্ভুত সিদ্ধান্তে শিরোনামে উঠে এল ভারতীয় দল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিল না ভারতীয় ক্রিকেটাররা। এমনকি পুরস্কার বিতরণীর মঞ্চেও ওঠেননি সূর্যরা।
টুর্নামেন্ট জুড়ে পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতের কোনও তারকাকে। বিষয়টি ঘিরে আগেই বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু ভারতীয় দল তাদের অবস্থান থেকে সরে আসেনি। ম্যাচ শেষের দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নিয়মমতো ট্রফি নকভির হাত থেকে নেওয়ার কথা থাকলেও, সেই মুহূর্তে ভারতীয় দলের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়— কোনওভাবেই মঞ্চে ওঠা হবে না।
ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ধরে রাখল ভারত। তবে সূর্যরা শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও পাক-সংশ্রব এড়িয়ে চলার কৌশল নিল। এমনকি ফাইনালের আগে দুই অধিনায়কের একসঙ্গে ট্রফির সঙ্গে ছবি তোলার দস্তুরও ভঙ্গ হয়। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দেন, তিনি পাকিস্তানের অধিনায়ক আঘার সঙ্গে একফ্রেমে দাঁড়াতে চান না।
মাঠে পাক ক্রিকেটারদের নানা বিতর্কিত আচরণে প্রভাবিত না হয়ে, খেলার মাধ্যমে জবাব দিয়েছে ভারতীয় দল। আর মাঠের বাইরে পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি না নিয়ে, প্রতিজ্ঞার দিক থেকেও নিজেদের অটল রেখেছেন সূর্যরা।
এ দিকে ক্রিকেট বোর্ড অভিষোগ জানিয়েছে, সূর্যকুমার যাদবেরা ট্রফি নিতে অস্বীকার করায় এশিয়া কাপের ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়ে পালিয়ে গিয়েছেন মহসিন নকভি। তাদের আশা, দ্রুত সেই ট্রফি ও মেডেল ভারতে ফেরত দিয়ে দেবেন তিনি। পাক বোর্ড তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান নকভির বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ জানাতে চলেছে ভারতীয় বোর্ড।