বিজয়া দশমীর আবেগঘন দিনে আবারও বাংলার মানুষের উদ্দেশে নতুন গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিনি শেয়ার করেন তাঁর লেখা ও সুর করা একটি নতুন গান— ‘এক মুঠো ফুল দাও না মাগো…’। গানটি কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়।
দশমীর বিদায়ের আবহে, যখন বাতাসে বিষাদের সুর ভাসছে, তখনই মুখ্যমন্ত্রী লিখেছেন— “এক মুঠো ফুল দাও না মাগো এক মুঠো ফুল দাও….. সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।”
প্রায় ৩ মিনিট ৩০ সেকেন্ডের এই গান উমার বিদায়ের মুহূর্তকে আরও আবেগঘন করে তুলেছে।
এর আগে উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এই বছর দুর্গাপুজোয় তাঁর লেখা ও সুর করা প্রায় ১৭টি গান মুক্তি পাবে। ইতিমধ্যেই তাঁর কয়েকটি গান প্রকাশিত হয়েছে, যা গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য ও জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বনামধন্য শিল্পীরা।
প্রতিবছরের মতো এ বছরও পুজোয় মুখ্যমন্ত্রীর গান বিশেষভাবে আলোচনায় এসেছে। বিজয়া দশমীর দিনে প্রকাশিত এই নতুন গান উৎসবের আবহে অন্য মাত্রা যোগ করেছে।