প্রথম পাতা খবর বহু টালবাহানার পর পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ ৬৮০ কোটি টাকা পেল রাজ্য, বাকী কবে?

বহু টালবাহানার পর পঞ্চায়েত উন্নয়নে বরাদ্দ ৬৮০ কোটি টাকা পেল রাজ্য, বাকী কবে?

100 views
A+A-
Reset

পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্র দিল ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা। চলতি অর্থবর্ষে প্রাপ্য ‘সংযুক্ত (মৌলিক) অনুদান’-এর প্রথম কিস্তি হিসেবেই রাজ্যের হাতে এই তহবিল পৌঁছেছে।

কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তহবিলের অর্থ সরাসরি পৌঁছে যাবে রাজ্যের ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি, এবং ২১টি জেলা পরিষদের কাছে। অর্থটি মূলত গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন ও স্থানীয় প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে।

এই অনুদান রাজ্যের হাতে হস্তান্তর করা হয় ৬ অক্টোবর (বুধবার), এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 মোট বরাদ্দের হিসাব

পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় গত অর্থবর্ষ থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গ মোট ৪,১৮১ কোটি ২৩ লক্ষ টাকা পেয়েছে।
এর মধ্যে —

  • ২,০৮২ কোটি ১৩ লক্ষ টাকা এসেছে সংযুক্ত অনুদান খাতে,
  • এবং ২,০৯৯ কোটি ১০ লক্ষ টাকা এসেছে আবদ্ধ অনুদান খাতে।

তবে এই টাকা পতে রাজ্যকে ১ কোটি টাকা পেনাল্টিও দিতে হয়েছে। অনেক ঝক্কি পুহিয়ে শেষ পর্যন্ত টাকা এসেছে। কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া প্রায় ৪০ হাজার কোটি টাকা। বাকী টাকা কবে মিলবে তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.