প্রথম পাতা খবর পুলিশ নিয়োগ পরীক্ষার দিনে বাড়তি মেট্রো, রবিবার সকাল ৭টা থেকেই চলবে ব্লু ও গ্রিন লাইনের ট্রেন

পুলিশ নিয়োগ পরীক্ষার দিনে বাড়তি মেট্রো, রবিবার সকাল ৭টা থেকেই চলবে ব্লু ও গ্রিন লাইনের ট্রেন

24 views
A+A-
Reset

রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। পরীক্ষার দিনে অর্থাৎ রবিবার, ১২ অক্টোবর, সকাল থেকেই চালু থাকবে মেট্রো পরিষেবা। সাধারণত প্রতি রবিবার সকাল ৯টা থেকে মেট্রো চলাচল শুরু হয়, কিন্তু এবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল ৭টা থেকেই মেট্রো চলবে

শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু ও গ্রিন—দুই লাইনে অতিরিক্ত মেট্রো চালানো হবে। প্রতি রবিবার সাধারণত ১৩০টি মেট্রো চলাচল করে, কিন্তু এবার বাড়তি ৮টি ট্রেন যুক্ত হচ্ছে।

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহিদ ক্ষুদিরাম):

  • সকাল ৭টায় নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে।
  • সকাল ৭টা ৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে।
  • সকাল ৭টা ২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে।
  • শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে।

গ্রিন লাইন (সল্টলেক সেক্টর ফাইভ – হাওড়া ময়দান):

  • সাধারণত এই রুটে রবিবার ১০৪টি মেট্রো চলে, এবার চলবে ১১২টি
  • সকাল ৭টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো চলবে।
  • সকাল ৭টা ২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে।
  • শেষ মেট্রোর সময় একই থাকবে, তবে মেট্রো মিলবে আরও কম সময়ের ব্যবধানে, যাতে পরীক্ষার্থী এবং সাধারণ যাত্রী উভয়েরই সুবিধা হয়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিনে প্রচুর পরীক্ষার্থী মেট্রো ব্যবহার করবেন বলে অনুমান করা হচ্ছে। তাই সময়সূচি এগিয়ে আনা ও ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.