মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রাতের নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘রাত্তিরের সাথি’ প্রকল্পের অধীনে রাজ্যের ২৯টি মেডিকেল কলেজ ও মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৫১৪ জন বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ৯ অক্টোবর রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশিত হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৯১০ জন হবেন মহিলা নিরাপত্তারক্ষী, আর ৬০৪ জন পুরুষ। অভয়া কাণ্ডের পর স্বাস্থ্যকর্মীদের রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন, এবং এখন তা কার্যকর হচ্ছে দ্রুতগতিতে।
এই ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ২৪টি মেডিকেল কলেজ এবং ৫টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান —
স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন, ইনস্টিটিউট অব সাইকিয়াট্রি, আইডি হাসপাতাল, বি সি রায় হাসপাতাল এবং চিত্তরঞ্জন শিক্ষা ও সেবাসদন।
সবচেয়ে বেশি নিরাপত্তাকর্মী নিয়োগ হচ্ছে এসএসকেএম বা পিজিতে (১২০ জন)।
তালিকায় এরপর রয়েছে —
- আর জি কর মেডিকেল কলেজ (৮৫ জন)
- এন আর এস মেডিকেল কলেজ (৭৫ জন)
- কলকাতা মেডিকেল কলেজ (৭৫ জন)
- বাঁকুড়া সম্মিলনি মেডিকেল কলেজ (৭৫ জন)
- ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ (৭৫ জন)
বাকি মেডিকেল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে।
সরকারি সূত্রে আরও জানা গিয়েছে, এই নিয়োগ এজেন্সি মারফত এক বছরের চুক্তিতে করা হবে। মেয়াদ শেষে পারফরম্যান্স ও প্রয়োজন অনুযায়ী চুক্তি নবায়ন করা হতে পারে।
‘রাত্তিরের সাথি’ প্রকল্পকে মুখ্যমন্ত্রীর দপ্তর “নারী নিরাপত্তা ও স্বাস্থ্যক্ষেত্রে সরকারের মানবিক উদ্যোগ” বলে বর্ণনা করেছে।