প্রথম পাতা খবর উৎসবের পরেই নির্বাচনী দামামা! নভেম্বরেই শহিদ মিনারে সভা করতে পারেন মমতা ও অভিষেক

উৎসবের পরেই নির্বাচনী দামামা! নভেম্বরেই শহিদ মিনারে সভা করতে পারেন মমতা ও অভিষেক

112 views
A+A-
Reset

উৎসবের আমেজ কাটতেই রাজ্যে শুরু হতে চলেছে নির্বাচনের প্রস্তুতি। সূত্রের খবর, আগামী ২ নভেম্বর কলকাতায় বড়সড় জনসভা করার পরিকল্পনা নিচ্ছে তৃণমূল কংগ্রেস। সম্ভাব্য স্থান হিসেবে ভাবা হচ্ছে শহিদ মিনার ময়দান বা অন্য কোনও খোলা প্রাঙ্গণ।

সেই সভাতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে আনুষ্ঠানিক ভাবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান শুরু করবেন।

ওয়াকিবহাল মহলের মতে, উৎসবের মরশুম শেষ হলেই রাজ্যের রাজনৈতিক আবহ একেবারে বদলে যাবে। নভেম্বরের এই সভাকে কেন্দ্র করেই কার্যত ভোটের দামামা বাজিয়ে দিতে চান মমতা ও অভিষেক।

দলের ঘনিষ্ঠ সূত্রের খবর, আসন্ন নির্বাচনে তৃণমূলের মূল ইস্যু হতে চলেছে এসআইআর (Special Intensive Revision)— অর্থাৎ ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে বিরোধীদের অভিযোগের জবাব এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই।

নভেম্বরের সভা থেকেই মমতা ও অভিষেক এই ইস্যুতেই ভোটের মূল সুর বেঁধে দিতে পারেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচন কমিশন সূত্রে আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছে— রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষ হওয়ার প্রায় তিন মাসের মধ্যেই ভোট ঘোষণা হতে পারে।

সেই হিসাবে, আগামী বছরের প্রথমার্ধেই (ফেব্রুয়ারি-মার্চের মধ্যে) ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার তৃণমূল প্রচারে ডিজিটাল ও গ্রাউন্ড— দুই দিকেই সমান জোর দেবে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ডিজিটাল কর্মসূচি ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ইতিমধ্যেই তরুণ কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে।

এবার নভেম্বরের সভা থেকেই সেই প্রচারকে আরও বিস্তৃত আকারে মাঠে নামানো হবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.