প্রথম পাতা খবর নিজের লেখা গানে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের লেখা গানে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

19 views
A+A-
Reset

আলোর উৎসবে আলোকিত বাংলা, আলোয় ভাসছে দেশ। সোমবার কালীপুজো, তার পরই দীপাবলি ও ভাইফোঁটা। সপ্তাহভর উৎসবের উচ্ছ্বাসে মেতে উঠেছে রাজ্যবাসী। এই আনন্দের আবহেই নিজস্ব সুরে, নিজস্ব কথায় শুভেচ্ছা বার্তা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে প্রায় দুই মিনিটের একটি মিউজিক ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর নিজের লেখা ও সুর করা এই গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়

গানের লিরিকে মমতার আবেদন—

“দয়াময়ী মা, আমার করুণাময়ী মা,
এসো মাগো আলোর দেবী,
আলো নিয়ে এসো মা,
অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে,
শান্তি নিয়ে এসো মা।”

এই গানেই মুখ্যমন্ত্রী প্রার্থনা করেছেন মা কালীর কাছে— সমাজে শান্তি, মানবতা ও আলোর বার্তা ছড়িয়ে পড়ুক।

এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী, আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা। সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করে নিচ্ছি।”

তাঁর এই বার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মুখ্যমন্ত্রীর গান ও শুভেচ্ছা ভিডিওটি শেয়ার করে লিখেছেন— “মমতা বন্দ্যোপাধ্যায় শুধু রাজনীতিতে নয়, শিল্পেও এক অন্য রূপে অনুপ্রেরণা।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.