দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
এই পর্যায়ে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা হালনাগাদ হবে। প্রায় ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে চলবে এই বৃহৎ পরিসরের সংশোধন প্রক্রিয়া।
সময়সূচি ও ধাপসমূহ
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী—
- ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর: এনুমেরেশন ফর্ম মুদ্রণ ও বিএলওদের প্রশিক্ষণ
- ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিতরণ
- ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি: অভিযোগ জমা দেওয়ার সময়সীমা
- ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি: অভিযোগের শুনানি ও যাচাই
- ৭ ফেব্রুয়ারি ২০২৫: প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা
যেসব রাজ্যে দ্বিতীয় দফার এসআইআর হবে, সেখানকার ভোটার তালিকা সোমবার রাত ১২টায় ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, ওই তালিকায় থাকা ভোটারদের জন্যই এনুমেরেশন ফর্ম বিতরণ করা হবে।
জ্ঞানেশ কুমার বলেন, “আইন অনুযায়ী নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বাধ্যতামূলক। ২০০২-০৪ সালের পর এই প্রথম দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে।”
তিনি জানান, গত জুন-জুলাইয়ে বিহারে প্রথম দফার এসআইআর সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় কোনও আপিল জমা পড়েনি। “এটি প্রমাণ করে মানুষ এখন ভোটার তালিকার মান উন্নত করতে আগ্রহী,”— বলেন মুখ্য নির্বাচন কমিশনার।
অনলাইনে আবেদন সুবিধা
যাঁরা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে কর্মরত, তাঁরা এবার অনলাইনে ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এইবারের এসআইআরের এনুমেরেশন ফর্ম আগের তুলনায় আরও বিস্তারিত ও আধুনিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যাতে ভোটারদের তথ্য নির্ভুলভাবে যাচাই করা যায়।
দ্বিতীয় দফার এসআইআর হবে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
আন্দামান ও নিকোবর, ছত্তিশগড়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।