প্রথম পাতা খবর ছত্তীসগড়ে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির সংঘর্ষ! মৃত ৯, উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়

ছত্তীসগড়ে যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ির সংঘর্ষ! মৃত ৯, উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়

23 views
A+A-
Reset

ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল ছত্তীসগড়ের বিলাসপুর। মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের, আহত বহু যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন দুই লোকো পাইলটও। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ, বিলাসপুর ও গেবরা রোড স্টেশনের মাঝে লালখাদানের কাছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, একটি মালগাড়ি রেললাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় কোরবা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন একই লাইনে প্রবেশ করে এবং সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে।

সংঘর্ষের অভিঘাতে ট্রেনের প্রথম দিকের কামরাগুলি দুমড়েমুচড়ে যায়, এমনকি যাত্রীবাহী ট্রেনের একটি অংশ মালগাড়ির উপরে উঠে যায়।

বিলাসপুরের এসপি রজনীশ সিংহ জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে দুই লোকো পাইলটও রয়েছেন। আরও দুই যাত্রীর দেহ ট্রেনের ধ্বংসাবশেষে আটকে রয়েছে। উদ্ধারকাজ চলছে।”

তবে রেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত ও আহতের সংখ্যা ঘোষণা করা হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত বিলাসপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
ভারী যন্ত্র দিয়ে কামরা কাটার কাজ চলছে। বহু যাত্রী এখনও আটকে রয়েছেন বলে আশঙ্কা।

রেল দফতর জানিয়েছে, “দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, সিগন্যাল বিভ্রাট বা মানবিক ভুল থেকেই দুর্ঘটনা।”

ঘটনার পর দুর্ঘটনাস্থলের আশপাশে পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল ও অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে সূত্রের খবর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.