রাজ্যে ফের ছড়াল ‘এসআইআর-আতঙ্কে মৃত্যু’র ছায়া। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হতেই একের পর এক আত্মহত্যার ঘটনা ঘিরে শোরগোল বাড়ছে। মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দি পুরসভা এলাকায় ফের আত্মহত্যার অভিযোগ উঠল। পরিবারের দাবি, ৪৫ বছরের কৃষক মহুল শেখ এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন।
ঘটনাস্থল কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজেদের খেতে চাষের কাজ করতে করতেই কীটনাশক খান মহুল। আশেপাশে থাকা অন্যান্য কৃষকেরা বিষয়টি টের পেয়ে তাঁকে উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দৌড়ে যান মাঠে। তড়িঘড়ি তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থা দ্রুত খারাপ হতে থাকায় তাঁকে সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় মহুলের।
খবর পেয়ে কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের অভিযোগ, “২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল না। এসআইআর শুরু হতেই ও খুব ভয় পেয়ে গিয়েছিল। বলত, এবার হয়তো নাম বাদ যাবে। সেই ভয়েই নিজের জীবন শেষ করে দিল।”
পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে, তবে পরিবার ও স্থানীয়দের দাবি, এটি স্পষ্টতই ‘এসআইআর আতঙ্কজনিত আত্মহত্যা’।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস ফের বিজেপি ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে।
দলের বক্তব্য, “এসআইআর-এর নামে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে। এই আতঙ্কেই রাজ্যে একের পর এক মৃত্যু হচ্ছে।”
এর আগের দিনই হাওড়ার উলুবেড়িয়া থেকে উদ্ধার হয়েছিল ২৮ বছরের এক ঠিকাশ্রমিকের দেহ, পরিবারের দাবি, সেও এসআইআর আতঙ্কে আত্মঘাতী।
ফলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজ্যে ষষ্ঠ মৃত্যুর ঘটনা সামনে আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।