প্রথম পাতা খবর লালবাজারের অদূরে অগ্নিকাণ্ড! আরএন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন

লালবাজারের অদূরে অগ্নিকাণ্ড! আরএন মুখার্জি রোডে গাড়ির যন্ত্রাংশের গুদামে আগুন

21 views
A+A-
Reset

লালবাজার থেকে অদূরেই বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর অগ্নিকাণ্ড। আরএন মুখার্জি রোডের একটি গাড়ির যন্ত্রাংশের গুদামে ভয়াবহ আগুন লাগে সকাল সাড়ে ১০টা নাগাদ। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

দমকলের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেছে। স্থানীয় বাসিন্দা ও দোকানদারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকল সূত্রে খবর, আগুন লেগেছে ২১, আরএন মুখার্জি রোডে, যা লালবাজার থেকে মাত্র কয়েকশো মিটার দূরে।
সকাল ১০টা ৪৪ মিনিটে দমকল আগুন লাগার খবর পায়। এর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন।

গুদামটি একটি তিনতলা ভবনের একতলায় অবস্থিত। সকাল বেলাতেই স্থানীয়রা হঠাৎ গলগল করে ধোঁয়া বেরোতে দেখে চমকে ওঠেন।
তাঁরাই খবর দেন দমকলকে।

দমকল কর্মীরা দ্রুত ভবন খালি করানোর ব্যবস্থা করেন। এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ঘন ধোঁয়ার কারণে দমকলকর্মীরা গ্যাস মাস্ক পরে ভিতরে ঢুকে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন।

এক দমকল আধিকারিক জানান, “আগুনটি সম্ভবত গাড়ির যন্ত্রাংশ ও তেলজাত পদার্থ থেকে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনতে জোর প্রচেষ্টা চলছে।”

লালবাজারের নিকটবর্তী হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় কলকাতা পুলিশের দলও।  আগুনের উৎস খতিয়ে দেখছে ফরেনসিক ও দমকলের তদন্তকারী দল। প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

দমকলের পাঁচটি ইঞ্জিন এখনও ঘটনাস্থলে রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও ধোঁয়া পুরোপুরি নিষ্কাশনের কাজ চলছে। এলাকায় ভিড় এড়াতে ব্যারিকেড বসানো হয়েছে, পুলিশ সাধারণ মানুষকে দূরে থাকতে অনুরোধ করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.