রাজ্যজুড়ে নতুন নির্দেশিকা — এ বার সকালের প্রার্থনায় বাধ্যতামূলকভাবে গাইতে হবে ‘বাংলার মাটি, বাংলার জল’।
বৃহস্পতিবার রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের উদ্দেশে এমনই ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এই গানটি ২০২৩ সালে রাজ্যসঙ্গীত হিসাবে গৃহীত হয়। বিধানসভায় প্রস্তাব পাশের পর এই গানের নির্দিষ্ট অংশ রাজ্যসঙ্গীত হিসেবে অনুমোদন পায়।
পর্ষদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী,“এ বার থেকে রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলে সকালের প্রার্থনাসভায় রাজ্যসঙ্গীত গাওয়া বাধ্যতামূলক।”
পর্ষদের সেক্রেটারি সুব্রত ঘোষ জানিয়েছেন, “এই গান রবীন্দ্রনাথের রচনা এবং বাংলার আবেগের প্রতীক। তাই প্রতিদিন সকালে ছাত্রছাত্রীদের এই গান গাইতে হবে।”
ফেব্রুয়ারিতে রাজ্যের মুখ্যসচিব যে নির্দেশিকা জারি করেছিলেন, তাতে বলা হয় — রাজ্যসঙ্গীত হিসাবে নির্দিষ্ট অংশটি গাওয়া হবে:“বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল—
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান।
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন—
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।”
এই অংশটি এক মিনিটের মধ্যেই সম্পূর্ণ করতে হবে।
এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কও। রাজনৈতিক মহলের একাংশের দাবি, “আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলার গর্ব’ ও বাঙালি জাতীয়তাবোধকে কেন্দ্র করে আবেগ জাগানোর কৌশল।”
তবে আবার অনেকে মনে করছেন, এই সিদ্ধান্ত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরারই প্রচেষ্টা।