শীত এখনও আসেনি, তবে হেমন্তেই শীতের হাওয়ার ছোঁয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা হালকা ঠান্ডার আমেজ স্পষ্ট। এরই মধ্যে এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের উত্তর ও দক্ষিণ — দুই অংশেই আপাতত থাকবে শুকনো আবহাওয়া। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে পরবর্তী দু’দিনে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। তার পরের তিন দিন পারদ প্রায় অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা জারি হয়েছে শনিবারের জন্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কুয়াশার ঘনত্বের কারণে সকালে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। যদিও বাকি জেলাগুলির জন্য আপাতত আর কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গেও শীত নামার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’দিনে সেখানে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে, এবং তার পরের তিন দিনে আর তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস।
কলকাতায় এখনও তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামেনি। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস — যা স্বাভাবিকের চেয়ে ০.৪ ডিগ্রি বেশি। অন্যদিকে শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম।
হাওয়া অফিস জানিয়েছে, যদি আগামী দু’দিনে আরও তিন থেকে চার ডিগ্রি পারদ নেমে যায়, তাহলে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যেতে পারে। তবে এখনই উত্তুরে হাওয়া প্রবেশ বা শীতের আনুষ্ঠানিক সূচনা নিয়ে দফতর কোনও ঘোষণা করেনি।