প্রথম পাতা খবর বিহারে এনডিএর ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত, এক্সিট পোল বলছে নীতীশ কুমারের হাতেই মুখ্যমন্ত্রীর কুরসি!

বিহারে এনডিএর ফের প্রত্যাবর্তনের ইঙ্গিত, এক্সিট পোল বলছে নীতীশ কুমারের হাতেই মুখ্যমন্ত্রীর কুরসি!

56 views
A+A-
Reset

বিহারে ফের নীতীশ কুমারের মুখে হাসি ফুটতে চলেছে— এমনই ইঙ্গিত দিচ্ছে একের পর এক এক্সিট পোল।প্রায় সব সংস্থার পূর্বাভাসই বলছে, এনডিএ (জাতীয় গণতান্ত্রিক জোট) আবারও সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে।
অন্যদিকে মহাজোট (আরজেডি-কংগ্রেস-সহযোগী দলসমূহ) প্রত্যাশা পূরণে ব্যর্থ হতে পারে।

যদিও সব কিছু এখনো অনুমানের পর্যায়ে, তবু অধিকাংশ জরিপের মতে বিহারে এনডিএ-র প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত।

এক্সিট পোল যা বলছে:

বিভিন্ন সংস্থার ফলাফল একনজরে—

সংস্থাএনডিএমহাজোটজন সুরাজ (প্রশান্ত কিশোর)অন্যান্য
চাণক্য স্ট্র্যাটেজিস১৩০–১৩৫১০০–১০৮৩–৫
দৈনিক ভাস্কর১৪৫–১৬০৭৩–৯১সর্বোচ্চ ৩৫–৭
জেভিসি পোল১৩৫–১৫০৮৮–১০৩৩–৬
পিপলস পালস১৩৩–১৫৯৭৫–১০১০–৫২–৮

নীতীশ কুমারই ফের মুখ্যমন্ত্রী?

বেশ কয়েকটি এক্সিট পোলই ইঙ্গিত দিয়েছে যে, বিহারে আবারও নীতীশ কুমারই মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন।
তবে এবার তাঁর দল জেডিইউ (জনতা দল ইউনাইটেড) এককভাবে নয়, বরং বিজেপির সঙ্গে মিলে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের প্রশাসনিক অভিজ্ঞতা, উন্নয়ন ও সুশাসনের বার্তা এবারও এনডিএ-কে এগিয়ে রেখেছে।

একজন রাজনীতিবিদ বিশ্লেষক বলেন,

“নীতীশ কুমার বিহারের রাজনীতির স্থিতিশীল মুখ। ভোটাররা তাঁকেই সবচেয়ে নিরাপদ বিকল্প হিসেবে দেখছেন।”

তেজস্বী যাদবের ব্যর্থতা, হতাশ মহাজোট শিবির

আরজেডি নেতা তেজস্বী যাদব বিহারের তরুণ মুখ হিসেবে আশা জাগালেও, এক্সিট পোল অনুযায়ী মহাজোট এবার পিছিয়ে পড়ছে।
চাণক্য থেকে পিপলস পালস— সব জরিপেই মহাজোটের আসন সংখ্যা ৭০ থেকে ১০৫-এর মধ্যে ঘোরাফেরা করছে।

তেজস্বী যাদবের প্রচারে জমজমাট আবহ থাকলেও গ্রামীণ ভোট ও নারী ভোটারদের বড় অংশ এবার এনডিএর দিকে ঝুঁকেছে, বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি ‘প্রভাবহীন’

নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি (JSP)।  তবে এক্সিট পোল বলছে, তাদের ফলাফল একেবারেই হতাশাজনক।
বেশিরভাগ সংস্থার মতে, জন সুরাজ সর্বাধিক ১ থেকে ৩টি আসন পেতে পারে, কিছু ক্ষেত্রে এমনকি একটিও নয়। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রশান্ত কিশোরের বার্তা গ্রামীণ ভোটে ছাপ ফেলতে পারেনি।

বিহারের ভোটগণনা সামনে, নজর সবার পাটনায়

এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী বিহারে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএর প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত, তবে চূড়ান্ত ফলাফলের জন্য এখন তাকিয়ে গোটা দেশ ২১ নভেম্বর, গণনার দিনটির দিকে।যদি ফলাফল এক্সিট পোলের সঙ্গে মেলে, তবে বিহারে নীতীশ কুমার অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারেন।

সতর্কীকরণ: এক্সিট পোল সব সময় সঠিক হয় না

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.