বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিজের বাড়িতেই হঠাৎ জ্ঞান হারান তিনি। পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতেই তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের জুহুর সাবার্বান হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে শুরু হয় চিকিৎসা। খবর ছড়াতেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সঞ্চার হয়— কেমন আছেন গোবিন্দা?
বুধবার সকালে অভিনেতার টিমের তরফ থেকে তাঁর স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়। গোবিন্দার আইনজীবী ও ঘনিষ্ঠ বন্ধু ললিত বিন্দল জানিয়েছেন, “মঙ্গলবার রাত প্রায় ১টা নাগাদ গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শেই আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।”
তবে তাঁর অসুস্থতার সঠিক কারণ নিয়ে এখনও কিছু জানানো হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং রিপোর্ট হাতে এলে বিস্তারিত জানানো হবে।
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই গোবিন্দা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। ধর্মেন্দ্রর সঙ্গে সাক্ষাতের পরের রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এছাড়াও, সাম্প্রতিক কয়েক মাস ধরে গোবিন্দার ব্যক্তিগত জীবনও চর্চার কেন্দ্রে। স্ত্রী সুনিতা আহুজার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে বলিউড মহলে নানা গুঞ্জন চলছিল। এই প্রেক্ষিতেই হঠাৎ তাঁর অসুস্থতা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
অভিনেতার টিম সকলকে অনুরোধ করেছে, যেন গুজব না ছড়ানো হয় এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করা হয়।