বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ের ইঙ্গিত প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে অভিনন্দন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের পোস্টে তিনি লেখেন, বিহারে সুশাসন, বিকাশ, জনকল্যাণ এবং সামাজিক ন্যায়বিচারের জয় হয়েছে। এই ফলকে তিনি ‘ঐতিহাসিক এবং অভূতপূর্ব’ বলে বর্ণনা করেন। মোদীর দাবি, বিহারের মানুষের এই রায় তাঁদের আরও শক্তি জোগাবে এবং সাধারণ মানুষের সেবা করার নতুন প্রেরণা দেবে।
এই জয়ের পর প্রধানমন্ত্রী নীতীশ কুমার, চিরাগ পাসওয়ান, জিতনরাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহা-সহ এনডিএ-র সব শরিক নেতাকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর বক্তব্য, জোটের ঐক্য, উন্নয়নমুখী রাজনীতি এবং মানুষের প্রতি দায়বদ্ধতাই এ জয়কে সম্ভব করেছে। পোস্টে তিনি বিহারের ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখারও ইঙ্গিত দেন। মোদীর কথায়, আগামী দিনগুলোতে কেন্দ্র ও রাজ্য মিলিয়ে বিহারের পরিকাঠামোগত উন্নতি, বিকাশের গতি বৃদ্ধি এবং বিহারের সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন পরিচয় দেওয়ার কাজ আরও জোরদার হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিহারের তরুণ প্রজন্ম ও মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়ন আগামী সরকারের অন্যতম অগ্রাধিকার হবে। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক প্রকল্পে গতিবৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি। এনডিএ-র এই জয়ের পর মোদীর বার্তায় স্পষ্ট, রাজনৈতিক সাফল্যের পাশাপাশি বিহারের জন্য নতুন উন্নয়ন অধ্যায় শুরু করার লক্ষ্যও সামনে রেখে এগোচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার।