পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর ইনিউমারেশন ফর্ম বিলির কাজ প্রায় সম্পূর্ণ। নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ৯৯.৪২ শতাংশ, অর্থাৎ ৭ কোটি ৬১ লক্ষ ফর্ম বিলি শেষ হয়েছে। সোমবার থেকেই শুরু হচ্ছে পূরণ করা ফর্ম সংগ্রহের কাজ।
স্থিরসূচি অনুযায়ী, ৪ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। তাই দ্রুততার সঙ্গে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার থেকে বুথ লেভেল অফিসাররা (বিএলও) ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন। এরপর সেগুলি খতিয়ে দেখে ইসিআই নেট অ্যাপে ডিজিটাইজ করা হবে। রবিবারই ৫৪ লক্ষ ২৭ হাজার, অর্থাৎ ৭.০৮ শতাংশ ফর্ম সংগ্রহ করে অ্যাপে তোলা হয়েছে।
নির্বাচন কমিশন মনে করছে, ফর্ম বিলিতে যেমন গতি দেখা গেছে, ফর্ম সংগ্রহেও সেই একই গতিতে কাজ হলে সময়মতো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে।
পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। রাজ্যে ৮০ হাজার ৬৬১ জন বিএলও নিযুক্ত রয়েছেন। ফর্ম পূরণে ভোটারদের কোনও অসুবিধা হলে তাঁরাই সাহায্য করবেন এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করবেন—স্পষ্ট নির্দেশ কমিশনের।
ভোটার তালিকা সংশোধনের আওতায় রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৩৬ হাজার ২৯৪।
এদিকে, যাঁরা এখনও ফর্ম পাননি, তাঁদের আতঙ্ক নিয়ে কমিশনের এক কর্তা জানান—“চিন্তার কিছু নেই। সোমবারের মধ্যেই সকলকে ফর্ম দেওয়া হবে, এবং পূরণ করার জন্য যথেষ্ট সময়ও মিলবে।”
শহরাঞ্চলে বেশ কিছু বিএলওর বিরুদ্ধে অভিযোগ উঠেছে—বাড়ি বাড়ি না গিয়ে ভোটারদের নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিতে বলা হচ্ছে। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে অভিযোগ। কমিশন স্পষ্ট জানিয়েছে— “বাড়ি বাড়ি গিয়েই ফর্ম সংগ্রহ করতে হবে।”
এসআইআরের কাজে নানা অসুবিধা এবং অভিযোগ নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছে কমিশন। উপস্থিত থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। উত্তর ও দক্ষিণ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়ার আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনাও হবে।