প্রথম পাতা খবর অফলাইন নয়, অনলাইনেই তুলতে হবে নতুন ভোটারদের নাম, আধার কার্ডও বাধ্যতামূলক

অফলাইন নয়, অনলাইনেই তুলতে হবে নতুন ভোটারদের নাম, আধার কার্ডও বাধ্যতামূলক

12 views
A+A-
Reset

ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় পরিবর্তন করল নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটারদের আর কোনওভাবেই অফলাইন ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকবে না। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মধ্যেই কমিশন জানিয়েছে, ফর্ম-৬ অনলাইনেই পূরণ করে জমা দিতে হবে, এবং তার সঙ্গেই বাধ্যতামূলক করা হয়েছে আধারভিত্তিক ‘ই-সাইন’।

কমিশনের বক্তব্য, অনলাইনে সই যাচাইয়ের জন্য আধার কার্ডের ওটিপি প্রয়োজন। ফলে আবেদন করতে হলে আধার নম্বর থাকা জরুরি। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে সংশোধিত খসড়া ভোটার তালিকা। এরপরই নতুন ভোটাররা অনলাইনে নাম তোলার আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে কতজন মৃত ভোটারের আধার এখনও সক্রিয় রয়েছে—এই তথ্য চেয়েছিল নির্বাচন কমিশন। UIDAI ইতিমধ্যেই সেই রিপোর্ট জমা দিয়েছে। এখন সেই তথ্য জেলাভিত্তিক সাজানো হচ্ছে, যা পাঠানো হবে রাজ্যের ২৪টি জেলার নির্বাচনী আধিকারিকদের কাছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল স্পষ্ট জানান,যদি কেউ মৃত ভোটারের এনুমারেশান ফর্ম জমা দেন, তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা বাধ্যতামূলক। তা না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের লক্ষ্য—একজন মৃত ব্যক্তিও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে।

কমিশন জানিয়েছে, বহু ভোটারের আধার নেই। সংখ্যা কত—সে তথ্য এখনই প্রকাশ করছে না নির্বাচন কমিশন। নিরাপত্তা এবং ডেটা সংরক্ষণের কারণে খসড়া তালিকা প্রকাশের আগে সেই পরিসংখ্যান গোপন রাখা হচ্ছে।

নির্বাচন কমিশনের দাবি, এই ডিজিটাল প্রক্রিয়া এবং কঠোর যাচাই-ব্যবস্থার মাধ্যমে ২০২৬ সালের ভোটের আগে একটি সম্পূর্ণ আপডেটেড ও নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হবে। মৃত ভোটারের নাম রেখে কোনও ঝুঁকিতেই আর যেতে চাইছে না কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.