প্রথম পাতা খবর দিঘা জগন্নাথ মন্দিরে নতুন উদ্যোগ, এবার মন্দিরের ভিতরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা

দিঘা জগন্নাথ মন্দিরে নতুন উদ্যোগ, এবার মন্দিরের ভিতরেই বসে মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা

8 views
A+A-
Reset

দিঘা জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য চালু হল এক নতুন ব্যবস্থা—এবার থেকে মন্দিরের ভিতরেই বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন দর্শনার্থীরা। এতদিন পর্যন্ত ভক্তরা শুধুমাত্র শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যেতে পারতেন অথবা দুপুরের ভোগের জন্য আগাম বুকিং করতে হত, কিন্তু বসে খাওয়ার কোনও ব্যবস্থা ছিল না। রবিবার থেকে মন্দির কর্তৃপক্ষ এই পরিষেবা চালু করল।

এই নতুন ব্যবস্থায় ভোগ গ্রহণের জন্য আগে থেকে বুকিং বাধ্যতামূলক। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে—

  • দুপুরের মধ্যাহ্নভোজ: বুকিং করতে হবে সকালের মধ্যে
  • প্রাতঃরাশ: আগের দিন রাতের মধ্যে বুকিং
  • সন্ধ্যার ভোগ: সেইদিন বিকেলের মধ্যে বুকিং

বুকিংয়ের জন্য নম্বরটি: ৯০৫৯০৫২৫৫০

দুপুরের ভোগ তালিকায় থাকছে আট ধরনের পদ—পোলাও, খিচুড়ি, সাদা ভাত, বিভিন্ন সবজি, ডাল, ভাজা এবং মিষ্টান্ন। একসঙ্গে ২০০ জন ভক্ত বসে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। এজন্য মোট ৫০টি টেবিল বসানো হয়েছে মন্দির প্রাঙ্গণে।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘার পর্যটন আকর্ষণ কয়েক গুণ বেড়েছে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে বলে আশা করছে পর্যটন মহল। মন্দিরের এই নতুন উদ্যোগ সেই ভিড় আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “এবার থেকে মন্দিরের ভিতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তরা। আগামীদিনে চাহিদা অনুযায়ী পরিকাঠামো আরও বৃদ্ধি করা হবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.