প্রথম পাতা খেলা পরপর দুই ম্যাচে শতরান, সচিনের রেকর্ডের আরও কাছে কোহলি

পরপর দুই ম্যাচে শতরান, সচিনের রেকর্ডের আরও কাছে কোহলি

33 views
A+A-
Reset

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে আবারও ব্যাটে আগুন ঝরালেন বিরাট কোহলি। মাত্র ৯০ বলে তুলে ফেললেন দারুণ এক শতরান—যা তাঁর ক্যারিয়ারের ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি। পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করে ফের প্রমাণ করলেন, কেন তিনি ভারতীয় ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা। রাঁচিতে প্রথম ওয়ানডেতে করেছিলেন ১৩৫। রায়পুরেও সেই ছন্দ ধরে রেখে করলেন আর এক দুর্দান্ত ইনিংস।

এটি কোহলির ৮৪তম আন্তর্জাতিক শতরানও। ফলে সচিন তেন্ডুলকরের সর্বকালীন ১০০ সেঞ্চুরির রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
সচিন আন্তর্জাতিক ক্রিকেটে করেছিলেন ৫১টি টেস্ট ও ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি। সেই এলিট তালিকার ঠিক পিছনেই এখন কোহলি।

এদিনের ইনিংস কোহলিকে আরও এগিয়ে দিল আইসিসির ওডিআই ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও। তিনি উঠে এসেছেন চতুর্থ স্থানে, রোহিত শর্মারও খুব কাছাকাছি। রোহিত বর্তমানে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার। কোহলি শুবমন গিলকে পিছনে ফেলে এগোচ্ছেন দ্রুত।

পরিসংখ্যান বলছে—এটি কোহলির ১১তম বার পরপর দুটি ওয়ানডেতে সেঞ্চুরি, যা একেবারেই বিরল এবং ওয়ানডে ইতিহাসে একমাত্র তিনিই এতবার এই কৃতিত্ব দেখিয়েছেন।

ভারতীয় দলের জন্য এদিন আরও সুখবর—কুলদীপ যাদবও এগিয়েছেন আইসিসি র‌্যাঙ্কিংয়ে। তিনি উঠে এসেছেন ষষ্ঠ স্থানে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে কোহলির ফর্ম এমন যে, বিশ্ব ক্রিকেটমহলের একটাই কথা—৩৭ বছরের কোহলি আবারও নিজের সর্বোচ্চ ছন্দে। আর তিনি যখন এমন ছন্দে থাকেন, তখন রেকর্ড বই বদলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.