প্রথম পাতা খবর রবিবার বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা

রবিবার বদলাচ্ছে মেট্রোর সময়সূচি, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার্থীদের সুবিধায় বিশেষ ব্যবস্থা

30 views
A+A-
Reset

আগামী রবিবার পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কলকাতা মেট্রো রেল ব্লু এবং গ্রিন লাইনে সাময়িক সময়সূচির পরিবর্তন আনছে। সাধারণ রবিবারের তুলনায় মেট্রো পরিষেবা আগে শুরু হবে এবং কয়েকটি রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।

ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রুটে সাধারণ রবিবারের তুলনায় পরিষেবা আগে শুরু হবে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অন্যদিকে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টা ৪ মিনিটে। এ দিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৬টি মেট্রো চলবে—ডাউনে ৬৮টি ও আপে ৬৮টি। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও পরিবর্তন নেই। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত সাড়ে ৯টায় এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৩৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো থাকবে রাত ৯টা ৪৩ মিনিটে।

গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্তও এদিন বিশেষ সময়সূচি কার্যকর হবে। সাধারণত রবিবার সকাল ৮টায় পরিষেবা শুরু হয়। তবে এদিন হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৯টায় এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ২ মিনিটে। আপ এবং ডাউন মিলিয়ে মোট ১১০টি মেট্রো চলবে—প্রতিটি দিকে ৫৫টি করে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৭ মিনিটে।

এ দিন ইয়েলো লাইনে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। তবে পার্পল এবং অরেঞ্জ লাইনে রবিবার পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থী যাতায়াত করবেন বলে এই বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা কোনো অসুবিধা ছাড়াই পৌঁছতে পারেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.