প্রথম পাতা খবর হাওড়া–ব্যান্ডেল রুটে আসছে এসি লোকাল, আরও পাঁচটি নতুন ট্রেন পাচ্ছে পূর্ব রেল

হাওড়া–ব্যান্ডেল রুটে আসছে এসি লোকাল, আরও পাঁচটি নতুন ট্রেন পাচ্ছে পূর্ব রেল

98 views
A+A-
Reset

পূর্ব রেলযাত্রীদের জন্য বড় সুখবর। শিয়ালদহ ডিভিশনের পর এবার হাওড়া ডিভিশনেও চালু হতে চলেছে এয়ার কন্ডিশন্ড লোকাল ট্রেন। ইতিমধ্যেই শিয়ালদহ-রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ ও কল্যাণী রুটে এসি লোকাল চালু করে সাফল্য পেয়েছে পূর্ব রেল। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও পাঁচটি নতুন এসি লোকাল।

বৃহস্পতিবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, হাওড়া ডিভিশনে নতুন এসি লোকাল চালানোর পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে হাওড়া–ব্যান্ডেল রুটে এসি লোকাল নামানো নিয়ে সমীক্ষা চলছে। তিনি জানান, “হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে এসি লোকাল চালুর বিষয়ে প্রাথমিক সমীক্ষা শুরু হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি হচ্ছে।”

শিয়ালদহ ডিভিশনে জনপ্রিয়তা বাড়ছে এসি লোকালের

শিয়ালদহ-কল্যাণী রুটে বৃহস্পতিবার থেকে আরও একটি নতুন এসি লোকাল চালু করেছে পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের দাবি, এই রুটে যাত্রী সংখ্যা দ্রুত বাড়ছে। কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী—সব রুটেই ইতিমধ্যেই চাহিদা বেড়েছে বলেই জানাচ্ছেন কর্তারা। সেই কারণেই পাঁচটি নতুন এসি লোকালের বরাদ্দ পাওয়া যাচ্ছে।

হাওড়া ডিভিশনে দেরিতে ট্রেন চালানো নিয়ে ক্ষোভ

যাত্রীদের অভিযোগ, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন দেরিতে চলা এখন নিয়মে পরিণত হয়েছে। প্রতিদিনই মিনিট থেকে ঘণ্টার দেরি—যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

এই বিষয়ে জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্করের ব্যাখ্যা, দক্ষিণ-পূর্ব রেলের পণ্যবাহী ট্রেনগুলি পূর্ব রেলের এলাকায় ঢুকলে দীর্ঘ সময় লাইন ব্লক হয়ে যায়। ফলে লোকাল, মেইনলাইন—সব ট্রেনই দেরিতে স্টেশনে পৌঁছায়।

তিনি আরও জানান, লিলুয়া থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও নির্দিষ্ট ট্র্যাক নেই। সেই ‘ডেডিকেটেড লাইন’ তৈরির কাজ শুরু হয়েছে। এটি তৈরি হলে ট্রেন দেরির সমস্যা অনেকটাই কমবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।

কবে চালু হবে হাওড়া-ব্যান্ডেল এসি লোকাল?

হাওড়া-ব্যান্ডেল রুটে ঠিক কবে থেকে এসি লোকাল চালু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। পূর্ব রেল জানিয়েছে, সমীক্ষা শেষে বিস্তারিত পরিকল্পনা তৈরি করে সময়সূচি ঠিক করা হবে। সব নতুন ট্রেনই হাওড়া ডিভিশনে চলবে কি না, তাও এখনও স্পষ্ট নয়।

নতুন এসি লোকাল চালু হলে হাওড়া রুটের যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের সুযোগ পাবেন বলেই আশা রেলকর্তাদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.