প্রথম পাতা খবর যুবভারতীকাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের, ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনারকে শো কজ, মোট ৫ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ

যুবভারতীকাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের, ডিজি রাজীব কুমার ও বিধাননগর পুলিশ কমিশনারকে শো কজ, মোট ৫ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ

24 views
A+A-
Reset

লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এবার কড়া প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। সোমবার রাতেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট নবান্নে জমা পড়ার পরদিনই রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজি রাজীব কুমারকে শো কজ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। একই সঙ্গে বিধাননগর পুলিশের কমিশনার মুকেশ কুমারকেও শো কজ নোটিস দেওয়া হয়েছে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে কেন এই বিশৃঙ্খলা ও অব্যবস্থা তৈরি হয়েছিল, তার ব্যাখ্যা ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এখানেই থামেনি প্রশাসনিক কড়াকড়ি। বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকার-এর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিংহকেও শো কজ় করা হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও-কে পদ থেকে অপসারণ করা হয়েছে বলেও মুখ্যসচিবের দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে।

মুখ্যসচিব মনোজ পন্থের দফতরের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, শনিবার মেসির অনুষ্ঠানে কেন বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কেন সেদিন পর্যাপ্ত পরিকল্পনা ও সমন্বয়ের অভাব দেখা যায়, বেসরকারি আয়োজক সংস্থা-সহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে কেন যথাযথ সমন্বয় করা হয়নি—এই সমস্ত প্রশ্নের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।

উল্লেখ্য, যুবভারতীকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়-এর নেতৃত্বাধীন সেই কমিটি সোমবার রাতে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। রিপোর্টে কমিটির সদস্যরা জানিয়েছেন, মেসির কলকাতা সফর ও অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব মূলত ছিল পুলিশ ও ক্রীড়া দফতরের উপর। এই দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনও সুযোগ নেই।

তদন্ত কমিটির তরফে সংশ্লিষ্ট কর্তাদের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে—ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের কোন কোন আধিকারিক দায়িত্বে ছিলেন, সফর ঘিরে আগে থেকে কী কী পরিকল্পনা করা হয়েছিল এবং কোথায় কী ধরনের গাফিলতি হয়েছিল।

অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায় জানিয়েছেন, গোটা ঘটনার নিরপেক্ষ ও গভীর তদন্তের জন্য সিট (SIT) গঠনের সুপারিশও করা হয়েছে। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে প্রশাসনিক স্তরে যে পদক্ষেপ শুরু হয়েছে, তার পরবর্তী পর্যায়ে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক মহল।

সব মিলিয়ে, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে ঘটে যাওয়া বিশৃঙ্খলার দায় নির্ধারণে এবার স্পষ্টভাবে কঠোর পথে হাঁটল রাজ্য সরকার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.