এক ধাক্কায় বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। পর পর দু’দিন সর্বনিম্ন পারদ ১২ ডিগ্রির ঘরে নেমে যাওয়ার পর রবিবার ভোরে তা উঠে দাঁড়াল ১৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ০.২ ডিগ্রি বেশি। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও শীত তেমন কমেনি। উত্তুরে হাওয়ার দাপটে হাড় কাঁপানো ঠান্ডা রয়ে গেছে সক্রিয়।
শনিবার মরসুমের শীতলতম দিন হিসেবে নথিভুক্ত হয়, যখন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকলেও কুয়াশা সমস্যা তৈরি করতে পারে। আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে, যা দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নামিয়ে আনতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে জারি হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। একাধিক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে যাচ্ছে। কোচবিহারে দুই দিন আগে দৃশ্যমানতা নেমে এসেছিল প্রায় শূন্যতে।
আগামী দিনের পূর্বাভাস
- দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই
- পরবর্তী ৪ দিনের পর তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে
- উত্তরবঙ্গে ৭ দিন ধরে তাপমাত্রা প্রায় একই থাকবে