পাঁচ বছর আগে রাজ্য জিতলেও বাঁকুড়া জেলা দখল করতে পারেনি তৃণমূল। এবার সেই ঘাটতি মেটাতে মরিয়া শাসকদল। শনিবার বাঁকুড়ার শালতোড়ায় ‘রণ সংকল্প’ সভা থেকে ১২টি বিধানসভা আসন জয়ের লক্ষ্য স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভায় তিনি বড় বার্তা দেন কর্মসংস্থান নিয়ে। অভিষেক ঘোষণা করেন, আগামী দু’মাসের মধ্যেই শালতোড়ায় সব পাথর খাদান ও ক্র্যাশারের কাজ শুরু হবে। সেই কাজ চালু হলেই প্রায় ১৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন তিনি। এতে স্থানীয় যুবকদের কাজের সুযোগ বাড়বে বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
অভিষেক জানান, এই সিদ্ধান্তের আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কথা বলেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের মুখে এই ঘোষণাকে বাঁকুড়ায় তৃণমূলের বড় রাজনৈতিক চাল বলেই মনে করছে রাজনৈতিক মহল।