প্রথম পাতা খবর সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের

সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের

443 views
A+A-
Reset

ডেস্ক: এবার সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক হয়ে গেল। আজ অর্থাত্‍ বুধবার থেকেই সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং লাগু হল। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূশ গোয়েল ঘোষণা করেছেন যে পরিকল্পনার প্রথম পর্যায় অনুযায়ী সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্ক প্রথম কার্যকর হবে ২৫৬টি জেলায়। 

পীয়ূশ গোয়েল বলেছেন, ‘‌গ্রাহকদের উন্নত সুরক্ষা এবং সন্তুষ্টির জন্য আমাদের সরকারের প্রচেষ্টা অব্যাহত রেখে ২৫৬ টি জেলায় বাধ্যতামূলক হলমার্কিং ১৬ জুন থেকে কার্যকর করা হবে।’‌ তিনি আরও বলেন, ‘‌হলমার্কের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্য আগামী আগস্ট পর্যন্ত সোনার পাইকারী এবং খুচরো ব্যবসায়ীদের উপর জরিমানা ধার্য করা হবে না।’‌ 

আরও পড়ুন: রাজ্যপাল সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন’ বিমান বসু


প্রসঙ্গত, সোনার গয়নায় হলমার্কিংয়ের প্রাথিক পরিকল্পনাটি নেওয়া হয় চলতি বছরের জানুয়ারি মাসে। ডেডলাইন দেওয়া হয় পয়লা জুন পর্যন্ত। সোনা গয়না ব্যবসায়ীরা আরও কিছুদিন সময় দেওয়ার জন্য আবদন করা হয় ডেডলাইন বাড়িয়ে ১৫ জুন করা হয়। 


সরকারের ঘোষণার পরে অনেকেরই মনে আশঙ্কা দেখা দিয়েছে, পুরনো সোনার ক্ষেত্রে কী হবে। সেগুলি তো হলমার্কিং নয়। এ ক্ষেত্রে কেন্দ্রের আশ্বাস, পুরনো সোনার গয়না, যেগুলি হলমার্কিং নেই, সেগুলি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.