ডেস্ক: কমছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টা নতুন করে কোভিড সংক্রামিত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। মৃত্যু হয়েছে ৬৯ জনের। ২ হাজার ১২ জন সুস্থ হয়েছেন।
বুধবার রাজ্যে সংক্রমণে উত্তর ২৪ পরগনার প্রায় সমান পূর্ব মেদিনীপুর। উত্তর ২৪ পরগনায় ৪৩৫ জন ও পূর্ব মেদিনীপুরে ৪৩২ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। কলকাতায় খোঁজ মিলেছে ৩৭৭ জন করোনা রোগীর। এছাড়া জলপাইগুড়িতে ২৩৪ জন ও হাওড়ায় ২০২ জন আক্রান্তের খোঁজ মিলেছে। বাকি জেলাগুলিতে আক্রান্তের সংখ্যা ২০০-র নীচে। সব মিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৪.৭১ লক্ষ।
আরও পড়ুন: সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক ঘোষণা কেন্দ্রের
রাজ্যে এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬৯ জনের। কলকাতায় ১৩ ও উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। নদিয়া ও দার্জিলিংয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। যার ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৭,১১৮। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২ হাজার ১২ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৪০%।