ডেস্ক: বুধবার সোনারপুরে রেল অবরোধ করেন সাধারণ যাত্রীরা। বিক্ষোভ, অবরোধ চলে মল্লিকপুর স্টেশনে। আজও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলে বিক্ষোভ। এই পরিস্থিতিতে এদিন লোকাল ট্রেন চালানো নিয়ে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন কোভিড নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত লোকাল ট্রেন চালু করা হবে না।
বিক্ষোভের বিষয়টি সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন স্পষ্ট বলেন, “প্ররোচনা দেবেন না। আমরা তো সব খুলে রেখেছি প্রায়। কিন্তু ট্রেন চললে করোনা বাড়বে। দোকানপাট তো এমনিতেই খোলা আছে। আমরা বন্ধ করিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, “অনেক জায়গায় তো কার্ফু থেকে শুরু করে অনেক কিছুই করেছে। আমরা তো সেসব কিছুই করিনি। কিন্তু এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের করোনা হবে।”
করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ঠেকাতে গত ৬ মে থেকে বন্ধ লোকাল ট্রেন চলাচল । তার পর ১৬ মে থেকে বিধিনিষেধ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকাল ট্রেন তো বটেই, বন্ধ হয় বাস, জলযান পরিষেবাও। এখনই লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা যে রাজ্য সরকারের নেই তার ইঙ্গিত এ দিন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে, তখন কে দেখবে!’
আরও পড়ুন: আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশের ফল প্রকাশ করতে হবে, সুপ্রিম কোর্ট
এদিকে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এই বিষয়ে বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি যাতে ট্রেন চালানো যায়। আমরা রাজ্য সরকারকে ইতিমধ্যে চিঠি লিখেছিলাম। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার ক্ষেত্রে রাজ্য সরকার এখনও অনুমতি দেয়নি। কিন্তু এখন পরিস্থিতিটা একটু জটিল হয়েছে। কারণ, এর সঙ্গে মানুষের রুটি রুজির প্রশ্ন জড়িত। আমরা ট্রেন চালাতে প্রস্তুত। স্যানিটাইজেশনও রেগুলার হচ্ছে। রাজ্য সরকার যখনই বলবে, আমরা তখনই ট্রেন চালাব।’