প্রথম পাতা খবর ভোট পরবর্তী হিংসা, উদ্বেজনজনক আইন-শৃঙ্খলা নিয়ে উল্লেখ নেই রাজ্যপালের ভাষণে: শুভেন্দু

ভোট পরবর্তী হিংসা, উদ্বেজনজনক আইন-শৃঙ্খলা নিয়ে উল্লেখ নেই রাজ্যপালের ভাষণে: শুভেন্দু

280 views
A+A-
Reset

ডেস্ক: বিধানসভা অধিবেশনের শুরুর দিন কার্যত বেনজির দৃশ্য দেখল পশ্চিমবঙ্গের বিধানসভা।  রাজ্যপালের ভাষণ দিয়ে বিধানসভা বাজেট অভিবেশনে শুরুতে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে মাত্র ৪ মিনিটের মধ্যে ভাষণ শেষ করেই ফিরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ঘটনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন তিনি। বিরোধী দলনেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের তৈরি করে দেওয়া ভাষণে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটা শব্দও নেই। সেই কারণেই তাঁদের বিক্ষোভ। 


এদিন বিধানসভার শুরুতে বিক্ষোভ শুরু করে বিরোধী শিবির। বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের বক্তব্য, ভাষণে যে বক্তব্য রয়েছে তাতে নির্বাচন পরবর্তী হিংসার কোনও উল্লেখ নেই। এমনকী যেসব বিষয় উল্লেখ করা হয়েছে, সেসব নিয়েও তাঁরা আপত্তি জানান। 

আরও পড়ুন: ওয়েলে নেমে BJP-র বিক্ষোভ, ৪ মিনিটেই ভাষণ শেষ করে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল

শুভেন্দু রাজ্যপাল সম্পর্কে বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা রাজ্যপালকে সরব হতে দেখেছি আমরা। সোশ্যাল মিডিয়াতে আবার কখনও বিজেপি পরিষদীয় দলের কাছেও উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের লিখে দেওয়া ভাষণ রাজ্যপালকে দেওয়া হয়েছে। এখানে তাঁর কিছু বলার বা করার নেই।’ হিংসায় মৃত ৪১ জন বিজেপি নেতার ছবি দিয়ে এ দিন বিক্ষোভ দেখানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগও সামনে আনেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.