ডেস্ক: ফের ফ্রি-কিকে বিশ্বমানের গোল করলেন মেসি, ম্যাচে দেখালেন মেসির ম্যাজিক। সেই সঙ্গে দুটি গোল করিয়ে আর্জেন্তিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে তুললেন মহাতারকা। এদিন সম্পূর্ণটাই ছিল মেসি ম্যাজিক। এদিনের আর্জেন্তিনা বনাম ইকুয়েডর ম্যাচে মেসি-শো দেখল বিশ্ব ফুটবল। আর্জেন্তিনা মাঠে নামবে, নানাভাবে গোলের চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে। পরে সেই লিওনেল মেসিকেই কিছু না কিছু করতে হবে। দুইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের খেলা মানেই এই চিত্রনাট্য।
ইকুয়েডরকে ৩-০ হারিয়ে কোপার সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। দলের হয়ে মেসি ছাড়া বাকি দুটি গোল করেন ডি পল ও মার্টিনেজ। এদিন যে ইকুয়েডরও হালকাভাবে খেলেছে এমনটা নয়। আর্জেন্টিনাকে বহুলাংশে ফাঁদে ফেলতে চেষ্টা করলেও মেসি ম্যাজিকে তা ব্যর্থ হয়েছে। সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা।
ম্যাচের প্রথমার্ধে ২২ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ নষ্ট করলেন মেসি। ইকুয়েডরের গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারলেন না মেসি। প্রথমার্ধে ৪০ মিনিটের মাথায় মেসির পাস থেকে গোল করলেন ডি পল। আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও দ্বিতীয়ার্ধেও বারবার গোলমুখে পৌঁছেও আটকে যাচ্ছিলেন মেসিরা। কিন্তু ম্যাচের ৮৪ মিনিটে ফের ত্রাতার ভূমিকায় মেসি। তাঁর সাজিয়ে দেওয়া বলই গোলে ঠেলে আর্জেন্টিনাকে ২ গোলে এগিয়ে মার্তিনেজ।
আরও পড়ুন: সেই মহামারীতে কলকাতার বুকে সাইকেল নিয়ে রোগীদের চিকিৎসা করে বেড়াতেন এক চিকিৎসক
৮৯ মিনিটের মাথায় দি’মারিয়াকে ফাউল করার জন্য লাল কার্ড দেখেন ইকুয়েডরের হিনকাপি। সঙ্গে ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। ৯০+৩ মিনিটে ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন মেসি। অবশেষে ইকুয়েডরকে হারিয়ে ৩ গোলে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা।