প্রথম পাতা খবর ‘ভিতরে কথা’ যাঁরা ‘বাইরে বলছে’, তাঁদের নামে নাড্ডার কাছে ‘নালিশ’ জানালেন দিলীপ

‘ভিতরে কথা’ যাঁরা ‘বাইরে বলছে’, তাঁদের নামে নাড্ডার কাছে ‘নালিশ’ জানালেন দিলীপ

312 views
A+A-
Reset

ডেস্ক: সোমবার বিকেলে জেপি নড্ডার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক হয় দিলীপ ঘোষের। নয়া দিল্লিতে জেপি নড্ডার বাসভবনে মুখোমুখি হন ২ নেতা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে তিনি যে বেসুরো বিজেপি নেতাদের সম্পর্কে ‘নালিশ’ জানিয়েছেন। ‘ভিতরে কথা’ যাঁরা ‘বাইরে বলছেন’, তাঁরা আদতে দলের ক্ষতিই করছেন। প্রয়োজন পড়লে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন বঙ্গ বিজেপির প্রধান।


কটাক্ষের সুরে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘কে কাকে ফলো করছে জানি না৷ আমি বিজেপিকে ফলো করি৷’  একুশের বিধানসভা ভোটে বিজেপির আশানুরূপ ফল না হওয়ায় তাঁর অপসারণ নিয়েও জল্পনা তুঙ্গে৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষের সাফ বক্তব্য, ‘আমি এখনও সভাপতি রয়েছি৷ দল যতদিন চাইবে থাকব৷’

আরও পড়ুন: এবার নন্দীগ্রাম মামলা গেল বিচারপতি শম্পা সরকারের এজলাসে

তবে বিজেপির অন্দরে থাকা বেসুরো এবং বিদ্রোহীদের নিয়ে যে দল এ বার কড়া অবস্থান নিতে পারে, তা আকারে-ইঙ্গিতে এ দিন স্পষ্ট করে দেন মেদিনীপুরের সাংসদ। দিলীপের কথায়, “আমি বলেছি যে অনেকেই আছেন যাঁরা না বুঝে-শুনে কথা বলেন, এতে কর্মীদের মনোবল নষ্ট হয়। এটা বন্ধ হওয়া উচিত। অনেকেই এমন মন্তব্য বাইরে করে বসছেন যা ভিতরে করা উচিত। হতাশার কারণেই এসব মন্তব্য আসছে। প্রয়োজনে দল ব্যবস্থা নেবে।” 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.