প্রথম পাতা খেলা প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মা

প্রয়াত ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যশপাল শর্মা

295 views
A+A-
Reset

ডেস্ক: ভারতীয় ক্রিকেটের নক্ষত্র পতন। না ফেরার দেশে পাড়ি জমালেন যশপাল শর্মা। বেশ কিছুদিন কাজ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবেও। মঙ্গলবার সকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় প্রাক্তন মিডল-অর্ডার ব্যাটসম্যানের। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। 


১৯৫৪ সালের ১১ অগাস্ট পাঞ্জাবের লুধিয়ানায় জন্মানো ভারতের এই প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ৭০-এর শেষ এবং ৮০-এর দশকে জাতীয় ক্রিকেট দলের হয়ে চুটিয়ে খেলেছেন। ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ান ডে খেলেছেন যশপাল। দুই ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে যথাক্রমে ১৬০৬ ও ৮৮৩ রান এসেছে। আন্তর্জাতিক স্তরে দুটি শতরানও রয়েছে প্রয়াত ক্রিকেটারের।

আরও পড়ুন: ৫৩ বছর পর ইউরোপের সর্বশ্রেষ্ঠ দল ইতালি


ঘরোয়া ক্রিকেটে রীতিমতো প্রশংসনীয় রেকর্ড ছিল যশপাল শর্মার। রনজি ট্রফিতে তিনি পাঞ্জাব, হরিয়ানা এবং রেলওয়ের প্রতিনিধিত্ব করেছেন। ১৬০টি ম্যাচে তাঁর সংগ্রহ ৮ হাজার ৯৩৩ রান। যার মধ্যে সেঞ্চুরি ছিল ২১টি। ভারতের ৮৩ বিশ্বকাপ দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। অবসরের পর বিসিসিআই, পাঞ্জাব এবং হরিয়ানা ক্রিকেট বোর্ডের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন যশপাল। দীর্ঘদিন কাজ করেছেন ক্রিকেট সমালোচক হিসাবেও। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.