ডেস্ক: জয় দিয়ে টোকিও অলিম্পিক্সের অভিযান শুরু করলেন পিভি সিন্ধু। মাত্র ২৯ মিনিটে প্রতিপক্ষকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেন সিন্ধু। রবিবার মহিলা ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলেন না সিন্ধু। ইসরায়েলের পোলিকারপোভা সেনিয়াকে সরাসরি সেটে উড়িয়ে দিলেন তিনি। এবার পদক জয়ের জন্য তাঁর দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। গতবার রিওতে রুপো জিতে ছিলেন পি ভি সিন্ধু।
আরও পড়ুন: অলিম্পিক্সের দরজা খুলে গেলেও ভালো ফল করতে পারলেন না, ফাইনালেও উঠতে পারলেন না প্রণতি
ইজরায়েলের পলিকারপভা সেনীয়া তালিকায় সিন্ধুর থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখছিলেন না ভারতের ব্যাডমিন্টন সেন্সেশন। স্কোর ২১-৭ ও ২১-১০। প্রতিপক্ষ ছিলন ইসরায়েলের সেনিয়া পোলিকারপোভা। ১২ মিনিটের প্রথম গেম এরপর টানটান ১৩ মিনিটের দ্বিতীয় গেম। বিপক্ষকে প্রত্যাবর্তনের কোনও সুযোগই দেননি। এ বার সিন্ধুকে আরও ক্ষিপ্র মনে হচ্ছিল। ম্যাচ যেন দ্রুত শেষ করতে চাইছিলেন। ড্রপ শট, ভলি, স্ম্যাশ— নিজের ঝুলি থেকে একের পর এক অস্ত্র বের করেছিলেন ভারতীয় শাটলার। সেনিয়া কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হন।