প্রথম পাতা বিনোদন ছবি,ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়া সব কিছুতে লাস্যময়ী সাজে নিজেকে তুলে ধরেছেন স্বস্তিকা

ছবি,ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়া সব কিছুতে লাস্যময়ী সাজে নিজেকে তুলে ধরেছেন স্বস্তিকা

492 views
A+A-
Reset

ডেস্ক: টলিপাড়ার ফ্যাশন আইকনদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।যদিও তিনি ঠোঁট কাটা অর্থাৎ স্পষ্ট বক্তা বলেই ইন্ডাস্ট্রিতে বেশি পরিচিত।শুধু টলিউড নয়,বিটাউনেও নিজের পায়ের তলার জমি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী।দিল বেচারা ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর অভিনয় নজর করেছিল দর্শকদের।

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ও বেশ সক্রিয় অভিনেত্রী।মাঝে মধ্যে নিত্য নতুন ছবি শেয়ার করে দর্শকদের মনে ঝড় তোলেন তিনি।শুধু ছবি নয়, মাঝে মধ্যে তাঁর সোশ্যাল পোস্টে উঠে আসে প্রতিবাদের ঝড়।যদিও তার জন্য নেটজনতার একাংশের কটাক্ষের শিকার ও হতে হয়েছে অভিনেত্রীকে।তবু তিনি তো স্পষ্ট বক্তা, তাই লেখার মাধ্যমে তিনি প্রতিবাদ করেন।অভিনেত্রী কোনও ছবি পোস্ট করলেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়।

ছবি অথবা ওয়েব সিরিজের পাশাপাশি স্বস্তিকা যে সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখেনা।দিন কয়েক আগেই স্বস্তিকা একটি ভিডিও পোস্ট করেছিলেন তাঁর ইনস্টাগ্রামে।সেখানে লাস্যময়ী সাজে নিজেকে সাজিয়ে ‘রেস’ ছবির গানের সঙ্গে নাচতে দেখা গিয়েছে তাঁকে। নিজের শরীরী আবেদনকে সামনে রেখে ভক্তদের মনকে স্পর্শ করার ক্ষমতা রয়েছে অভিনেত্রীর।

আরও পড়ুন: বুধবার হয়ে গেল ‘কিশমিশ’-এর মহরৎ

কিছুদিন আগেই ‘চরিত্রহীন ৩’ তে আবেগ ঘন দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও ‘মোহমায়া’ সিরিজে একদম অন্য স্বস্তিকাকে পেয়েছে দর্শক। খুব শীঘ্রই আসতে চলেছে ‘ব্ল্যাক উইডো’ সিজেন 2। এছাড়াও এই মুহূর্তে বলিউডের বেশ কিছু প্রজেক্টের সঙ্গে যুক্ত স্বস্তিকা।ছবি,ওয়েব সিরিজ, সোশ্যাল মিডিয়া সব কিছু নিয়ে ভালোই সময় কাটছে অভিনেত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.