প্রথম পাতা খবর কের পুজো উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কের পুজো উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

284 views
A+A-
Reset

ডেস্ক: কের পুজো উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এখন পাখির চোখ ত্রিপুরা। তাই শুধু মমতাই নন, একই ট্যুইট করলেন তাঁর দলের সব নেতা মন্ত্রীরা। ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানানো হলো দলের পক্ষ থেকে। মূলত ত্রিপুরার বিভিন্ন উপজাতির মানুষ এই পুজো করে থাকেন। প্রতিবছর এই সময় রাজ্য এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় কেরপুজো করা হয়। যা কিনা ত্রিপুরার সংস্কৃতির অন্যতম অঙ্গ।


শনিবার সকালে তিনি টুইট করে কেরপুজোর শুভেচ্ছা জানালেন ত্রিপুরাবাসীকে। সেই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্যেরও কামনা করলেন। মমতার টুইট,”কেরপুজোর শুভক্ষণে ত্রিপুরাবাসীকে আমার অভ্যর্থনা। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি।”

আরও পড়ুন: হ্যাটট্রিক বন্দনার, হকিতে রুদ্ধশ্বাস জয় ভারতীয় মহিলা টিমের


এক সপ্তাহ ধরে এই পুজোর আচার অনুষ্ঠান পালিত হয়। ত্রিপুরাবাসীর মন পেতে এবার এই পুজোকেই অস্ত্র করছে ঘাসফুল শিবিরের নেতামন্ত্রীরা। শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়া। বলাই বাহুল্য এক বছর আগে ছবিটা এমন ছিল না। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের পর বদলে গেছে সব হিসেব। আসলে এই মুহূর্তে ত্রিপুরায় তৃণমূলের দিকে কিছুটা হাওয়া তৈরি হয়েছে। শুক্রবারই রাজ্যের প্রাক্তন মন্ত্রী-বিধায়ক-সহ ৭ নেতানেত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁদের হাতে ঘাসফুল পতাকা তুলে দেন মলয় ঘটক, ব্রাত্য বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদাররা। ত্রিপুরা রওনা হয়েছেন দেবাংশুও। ক্লাইম্যাক্স হিসেবে ত্রিপুরায় পা রাখতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোরকদমে চলছে জমি জরিপ। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.