প্রথম পাতা খবর অবিলম্বে বাংলায় টিকার জোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

অবিলম্বে বাংলায় টিকার জোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি মমতার

275 views
A+A-
Reset

ডেস্ক: ভ্যাকসিন সংকট তৈরি হয়েছে গোটা রাজ্যে। শহর থেকে গ্রাম কোথাও ভ্যাকসিন সহজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এই নিজে জেলায় জেলায় প্রবল বিক্ষোভ চলছে। অবিলম্বে বাংলায় টিকার জোগান বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লেখেন, ‘ব্যথিত হয়ে বলছি, যে পরিমাণ ভ্যাকসিন চেয়েছিলাম তা এখনও পাইনি। এই নিয়ে অনেকবার আপনাদের চিঠি পাঠিয়েছি। আমাদের অবিলম্বে ভ্যাকসিন পাঠান।’


বাংলাকে বঞ্চিত করা হলে তিনি যে চুপ বসে থাকবেন না, তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘বাংলা বঞ্চিত হলে আমি নীরব দর্শক হয়ে বসে থাকব না। বর্তমানে রাজ্যে প্রতিদিন ৪ লক্ষ ডোজ দিচ্ছি। ১১ লক্ষ দেওয়ার ক্ষমতা রয়েছে রাজ্যের। শহরাঞ্চল ও জনঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও আমরা কম পরিমাণ টিকা পাচ্ছি।’ চিঠিতে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক বেশি ভ্যাকসিন পাচ্ছে। পশ্চিমবঙ্গের মতো ঘন বসতিপূর্ণ রাজ্যে তুলনায় অনেক কম টিকা মিলছে।’

আরও পড়ুন: করোনায় মৃতের পরিবারকে কেন এখনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি, রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের


কোভিড টিকা নিয়ে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী বারবার তুলেছেন। এনিয়ে ইতিমধ্যেই তিনবার চিঠিও দিয়েছেন প্রধানমন্ত্রীকে। তার একটারও উত্তর আসেনি বলে দাবি নবান্নের। মমতা নিজেও জানিয়েছেন, জবাব না আসলেও চিঠি দিয়ে যাবেন। গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকেও টিকার প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.