প্রথম পাতা খবর তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী

তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত, সর্বদল বৈঠকে জানালেন বিদেশমন্ত্রী

296 views
A+A-
Reset

ডেস্ক: আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে যাতে সমস্ত রাজনৈতিক দলের নেতারাই অবগত থাকেন, সেই জন্য বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি সর্বদলীয় বৈঠকের(All Party Meeting) আয়োজন করা হয়েছিল। সেখানেই উদ্ধারকার্য থেকে শুরু করে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের অবগত করা হল। ‘তালিবান নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার?’ বিদেশমন্ত্রকের কাছে জানতে চাইল বিরোধীপক্ষ। ‘তালিবান ইস্যুতেও অন্যান্য দেশের মতই ধীরে চলো নীতি নিচ্ছে ভারত।’ বিরোধীদের জানানো হল বিদেশমন্ত্রকের তরফে, খবর সূত্রের।


সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে শুরু হয়েছে সর্বদল বৈঠক। অন্যদিকে, নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) বাসভবনেও চলছে একটি বৈঠক। রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং। এদিনের বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের (TMC) সাংসদ  সৌগত রায়, সুখেন্দুশেখর রায়। কংগ্রেসের তরফে অধীররঞ্জন চৌধুরী, গুলাম নবি আজাদ। এছাড়া সিপিএম, সিপিআই, এসপি, বিএসপির তরফে প্রতিনিধিরা যোগ দেন বৈঠকে। জয়শংকরের সঙ্গে আলোচনার টেবিলে ছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা, কাবুল ফেরত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন। 


বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, গত ১৫ অগস্ট থেকে এখনও অবধি ৮০০ জনেরও বেশি নাগরিককে আফগানিস্তান থেকে উদ্ধার করে আনা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক, তবে বেশ কিছু আফগান শিখ ও হিন্দুও রয়েছেন। আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে, তার নাম দেওয়া হয়েছে “অপারেশন নারীশক্তি”। কী এই কর্মসূচি, কীভাবেই বা উদ্ধারকার্য চালানো হচ্ছে, তা নিয়ে যাবতীয় তথ্য জানানো হয়েছে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের।

আরও পড়ুন: রাজ্যের মহিলাদের উপর উপর অত্যাচার বরদাস্ত নয়’,পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর


১৮ বছর ধরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান ও প্রতিবেশী দেশগুলিতে শান্তি ফেরাতে ২০২০ সালের ফেব্রুয়ারি তালিবানিদের সঙ্গে যে দোহা চুক্তি করা হয়েছিল, তালিবানরা তা ভঙ্গ করেছে বলেও জানান বিদেশমন্ত্রী। মার্কিন ও ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করলেও তালিবান বাহিনী শান্তি চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলেই জানানো হয় কেন্দ্রের তরফে।রক্তাক্ত আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধারকাজের জন্য বিদেশমন্ত্রককে ধন্যবাদ জানান সব দলের সাংসদরা। বিশেষ করে এ বিষয়ে বিরোধীরা সরকারের প্রশংসা করায় তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.