ডেস্ক: যাঁরা আসল দুধ খাননি, তাঁরা গরুর দুধে সোনার দর বুঝবেন কী করে? গরুর দুধে সোনা তত্ত্ব ফের উস্কে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এদিন সাংবাদিক বৈঠক থেকে ইঙ্গিতে ফের গরুর দুধে সোনার তত্ত্বকে সমর্থন করলেন বিজেপি নেতা। যার জেরে ফের কটাক্ষের শিকার হলেন তিনি। এক প্রাণী বিজ্ঞানীর দাবি, অবৈজ্ঞানিক কথা বলছেন দিলীপ ঘোষ।
শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভপাতি। সেখানেই গরুর দুধ প্রসঙ্গ উত্থাপন হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বাংলায় এখনও আর গো পালন হয়নি না। মানুষ এখন আর এসবের গুরুত্বও বোঝেন না। মানুষ গুরুত্ব না বুঝে, যেটা আসলে দুধই নয়, সেই প্যাকেটজাত দুধগুলো খাচ্ছে। কিন্তু গরুর দুধ কেউ খাচ্ছে না।
আরও পড়ুন: স্নাতকোত্তরের সমস্ত ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়
এপ্রসঙ্গে এক প্রাণী বিজ্ঞানী বলেন, “এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা। গরুর দুধে অনেক প্রয়োজনীয় উপাদান থাকে। তাই বাচ্চা থেকে বড়, সব বয়সী মানুষদের দুধ খেতে বলা হয়। কিন্তু তাতে কোনওভাবে সোনা নেই। একজন বিশিষ্ট মানুষের মুখে এহেন মন্তব্য মানা যায় না।”